Thyrox 50 mg tablet | কতোদিন খাবেন | পার্শ্বপ্রতিক্রিয়া কি | খাওয়ার নিয়ম | দাম কতো
Автор: Dr-Medicin
Загружено: 2021-04-28
Просмотров: 88017
Описание:
Thyrox 50 mg tablet | কতোদিন খাবেন | পার্শ্বপ্রতিক্রিয়া কি | খাওয়ার নিয়ম | দাম কতো
=========================
থাইরয়েড হল শরীরের নীরব চালিকাশক্তি।,যার স্থান গলার নিম্নে, ছোট্ট প্রজাপতির আকারের গ্রন্থি ঘাড়ের তলায় অবস্থান এবং শরীরের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যেমন মেটাবলিজম, শরীরতাপমাত্রা, হৃৎস্পন্দন এবং আরও অনেক কিছু হয়। এটা যদি বেঠিক কাজ করা শুরু করে সেটা তখন বোঝা সহজে।
থাইরয়েডের সমস্যায় অনেকের মধ্যেই বর্তমানে লক্ষ্য করা যায় প্রতিনিয়ত।
শরীরের জন্য থাইরয়েড হরমোনের ১টি নির্দিষ্ট মাত্রা আছে। নির্দিষ্টি পরিমানের তুলনায় কম বা বেশি পরিমানে হরমোন নিঃসৃত হলেই শুরু হয় থাইরয়েডের সমস্যা
থাইরয়েড হরমোনের সমস্যার লক্ষণগুলি দেখে নিন
পুরুষের এডাম'স এপলের ঠিক নিচে এর অবস্থান। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো মেটাবলিক রেট ও প্রোটিন সিন্থেসিসকে প্রভাবিত করে। থাইরয়েড হরমোনের মধ্যে ট্রাইডোথাইরোনাইন টি-থ্রি ও থাইরক্সিন টি-ফোর আয়োডিন ও টাইরোসিন দ্বারা গঠিত হয়।থাইরয়েড ক্যালসিটোনিন নামক এক ধরনের হরমোন তৈরি করে যা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে প্রভাব ফেলতে সক্ষম
আমাদের দেশে থাইরয়েডের সমস্যায় অনেকের মধ্যেই লক্ষ্য করা যায়। আমাদের স্বরযন্ত্রের দু পাশে থাকা একটি বিশেষ গ্রন্থি হল Thyroid । থাইরয়েড গ্রন্থির কাজ হলো আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় থাইরয়েড হরমোন তৈরি করা। শরীরের জন্য এই থাইরয়েড হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। নির্দিষ্ট মাত্রার থেকে কম বা বেশি যদি হরমোন উৎপাদিত হয় তাহলে শরীরের উপর বিভিন্ন রকমের বিরূপ প্রভাব পড়তে শুরু করে। থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে বলা হয় হাইপোথাইরয়েডিসম এবং বেশি উৎপন্ন হলে বলা হয় হাইপারথাইরয়েডিসম। এক নজরে দেখা যাক thyroid হরমোনের সঙ্গে সম্পর্কিত সমস্যার লক্ষণ।
থাইরয়েড হরমোনে গলা ফুলে উঠার সম্ভাবনা আছে। গলায় হাত দিলে অস্বাভাবিক ফোলা কিছু পেলে চিকিৎসকের পরামর্শ নিন। এ ছাড়াও থাইরয়েড হরমোনের অভাবে গলার স্বরের পরিবর্তন গঠতে পারে। আবার অনেক ক্ষেত্রে হাইপোথাইরয়েডিসমের কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক হয় দেখা যায়। থাইরয়েডের অভাবে ঘাম কমহয় এবং ত্বক তার প্রয়োজনীয় আদ্রর্তা পায়না। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, এই রোগে আক্রান্তদের মধ্যে রোগীদের নখ ভাঙ্গা বা নখ ফাটল ধরার প্রবণতাও বেশি হয়,এবং ওজন বৃদ্ধি পাওয়ার ব্যাপারেও ইঙ্গিত আছে,
থাইরয়েডকে সুস্থ রাখার অনেক উপায় আছে যেমন দেশে অনেক ফার্মা কোম্পানি থাইরয়েডের ঔষধ সুনামের সাথে বিতরন করছে দীর্ঘদিন যাবত।
তারপরও নিছে কিছু মাধ্যম হিসেবে নিছে কিছু খাবার তালিকা দেওয়া হলো..
সবুজ ফল ও সবজি.অস্বগন্ধা ,সমুদ্র শৈবাল,বিছুটি ,বাদাম বিছি,মাছ,গুটাশস্য
++++++++++++++++++++++++++++
আমাদের ওয়েব সাইড ক্লিক করে আরো বিস্তারিত জানতে সাথে থাকুন.
https://www.dr-medicin.com/
আরো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল এ ক্লিক করুন
/ @drmedicin
++++++++++
নতুন কিছু জানতে SUBSCRIBE করুণ।
_______________________________________________________
বেশির ভাগ মেডিসিনে পার্শ্ব পতিক্রিয়া রয়েছে, তাই এই চ্যানেল এর যেকোনো কিছু নির্ধারণ করার আগে ডাক্তারের পরামর্শ নিন, অন্যতায় এই চ্যানেল কারো দায়িত্ব বা দায়বার নিবে না। এটি শুধু মাত্র সচেতনতা ও শিক্ষামূলক ভিডিও।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: