আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী ভারতে এলেন এবং দেওবন্দ মাদ্রাসা পরিদর্শন করেন।
Автор: Md Firoj Munshi
Загружено: 2025-10-11
Просмотров: 175
Описание:
দারুল উলূম দেওবন্দ সফরে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমীর খান মুত্তাকী
আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী তাঁর ভারত সফরের অংশ হিসেবে শনিবার বিকেলে ঐতিহাসিক ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করেন।
দেওবন্দে পৌঁছানোর পর তাঁকে প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলী ও ছাত্ররা উষ্ণ অভ্যর্থনা জানান। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় মাওলানা মুত্তাকী মাদরাসার মূল ভবন পরিদর্শন করেন এবং প্রবীণ আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেন।
দারুল উলূম প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্বরূপ প্রদান করা হয় একটি “হাদিস সনদ” — যা ইসলামী জ্ঞানের মর্যাদার প্রতীক এবং ধর্মীয় ঐতিহ্যের প্রতি তাঁর শ্রদ্ধার স্বীকৃতি।
দেওবন্দ সফর শেষে সাংবাদিকদের উদ্দেশে মাওলানা আমীর খান মুত্তাকী বলেন,
“আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমাকে এমন আন্তরিকভাবে গ্রহণ করা হয়েছে। দারুল উলূম ও এখানকার মানুষ আমাকে যে সম্মান দিয়েছেন, তা সত্যিই হৃদয়স্পর্শী। আমি মনে করি ভারত–আফগান সম্পর্কের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।”
তিনি আরও বলেন,
“দারুল উলূম দেওবন্দ ইসলামি জ্ঞানের এক আলোকবর্তিকা। আমি চাই এই প্রতিষ্ঠানের আফগানিস্তানসহ গোটা মুসলিম বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ুক।”
দেওবন্দ সফরকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় স্থানীয় মানুষের মধ্যেও। অনেকেই এই সফরকে দুই দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: