পুঠিয়া রাজবাড়ী | The Untold Story of Puthia Rajbari Palace
Автор: Ah Shuvo vlog
Загружено: 2025-01-05
Просмотров: 2025
                Описание:
                    বাংলার পরতে পরতে জড়িয়ে আছে রাজা, মহারাজা ও জমিদারের ইতিহাস। বাংলায় শুধু যে রাজার শাসন চলতো এমন কিন্তু নয়, এই বাংলা বেশ কিছু অঞ্চল  কজন রানীও  শাসন করেছেন, যারা আজো অমর হয়ে আছেন তাদের নিজ কর্মগুণে। 
এমনই এক নারী শাসক ছিলেন রানী হেমন্তকুমারী দেবী, যার কথা আজো শ্রদ্ধা ভোরে স্মরণ করেন রাজশাহী তথা উত্তর অঞ্চলের প্রতিটি মানুষ। 
মহিয়সী রানী, হেমন্তকুমারী দেবীর শাসন ব্যবস্থা জানতে ও ৪৫০ বছর ধরে গড়ে ওঠা প্রাচীন এক সম্রাজ্য দেখতে আমি চলেছি পুঠিয়া রাজবাড়ীর উদ্দেশ্যে। এটি  রাজশাহী জেলার, পুঠিয়া উপজেলার, লস্করপুর ইউনিয়নে অবস্থিত ........
প্রাচীন পুণ্ড্রবর্ধন জনপদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল এই পুঠিয়া উপজেলা। সেই সময়ে এই পুরো অঞ্চলটি  ছিল, লস্করপুর পরগনার অর্ন্তভুক্ত।  
ইন্দো-ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরী বিশাল এই ভবনটি পুঠিয়া রাজবাড়ী বা পাঁচআনি জমিদার বাড়ি নামে পরিচিত। এই ভবনটিতেই ছিল রানীর বাস। জানা যায় ১৮৯৫ সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে এই প্রাসাদটি নির্মাণ করান। 
পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবর এর সময় তথা  ১৫৫৬ থেকে ১৬০৫ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অর্ন্তগত ছিল। ১৫৭৬ সালে মুঘল সম্রাট আকবর এর সুবেদার মানসিংহ বাংলা দখল করার                
                
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                
Информация по загрузке: