ফকির লালন শাহের ভক্ত ফকির দুদ্দু শাহের "থাকিতে প্রকৃতি রতি অমৃত সে কভু নয়" - ফকির নহির শাহের কন্ঠে
Автор: Hem Ashram
Загружено: 2021-12-03
Просмотров: 883
Описание:
প্রতিষ্ঠাতা - ফকির নহির শাহ্
হেম আশ্রম - প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া
**************
থাকিতে প্রকৃতি রতি, অমৃত সে কভু নয়।
জারণ হইলে রতি, প্রেমামৃত হবে তাই।।
১/ পরকিয়া ভাব গ্রহণ আগেতে কর রে মন,
অন্তর বাহ্য দ্বীবিধ সাধন হবে গো সে দ্বারায়।
বাধ্য পরকিয়া কর নায়িকাতে নিরন্তর,
পূর্ব স্বভাব থাকলে পারে কৃষ্ণ সেবায় বাধ্ হয়।।
২/ অন্তরঙ্গ পরকিয়াতে বানের তরঙ্গ মাতে,
পঞ্চগুণ উৎপত্তি তাতে সপ্তনদী লংঘায়।
রূপ সাগরে দিয়ে নয়ন, অটল রূপ হেরে সর্বক্ষণ,
উজ্জল রসেতে মগন, প্রেমের বিকার হয়।।
৩/ অগ্নীকুণ্ড বিনেরে মন, দুগ্ধ কিসে হয় আবর্তন,
প্রকৃতির দেহ নিরূপণ, অগ্নিকুণ্ড সেহি হয়।
সেই অনলে রসিক সুজন, প্রাকৃতিক দেহ করে জারণ,
ভেক ফণীতে উভয় মিলন, এক আসনে জুতে রয়।।
৪/ অসাধ্যকে সাধ্য করা, এক মরণে দুজন মরা,
সহজে সহজ ধরা, সহজ মানুষ পায়।
লালন শাহ্ কয় সে রাগের করণ, দুদ্দু ভেড়োর না হয় জারণ,
পূর্ব স্বভাব হয় আন্দলন, সাধন নলে গোল বাঁধায়।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: