অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ -বিএনপির।নিজেদের স্বার্থেই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়।
Автор: News-Update-71
Загружено: 2025-02-19
Просмотров: 78
Описание:
অন্তর্বর্তী সরকারের প্রতি ভয়ানক অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আজ বুধবার দুপুরে রাজধানীর খামার বাড়িতে ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি বলেন নিজেদের স্বার্থেই অন্তর্ভুক্তির সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় তারা কি তাদের নতুন দলের বেড়াতে এই কৌশল নিয়েছে? তিনি আরো বলেন মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এ সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারো ওয়ান ইলেভেনের চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না।
গতকাল এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করে নির্বাচনে আসুন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন সংস্কারের নাম করে মানুষের অধিকার পিছিয়ে দেওয়ার প্রক্রিয়ায় মানুষ অন্য কিছু মন্দ পায় সংস্কার করবে জনগণ ও তাদের প্রতিনিধিরা নির্বাচনের জন্য সংস্কার দরকার সেটা করে নির্বাচন দিন।
#বিএনপি #বিএনপির_আজকের_খবর#younus #younussarkar #বিএনপিরসমাবেশ #bnpnews #bnp #bnp_news_update #viralvideo #politacaldebate #interimgovernment #bangladesh #bangladeshi #politicsnews #politicstoday #অন্তর্বর্তীসরকার #বৈষম্যবিরোধীআন্দোলন #রাজনৈতিক_খবর #dhaka #mirzafakhrul #বাংলাদেশ @News-Update-71
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: