ঢাকা-মাওয়া মহাসড়কে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বাস খাদে
Автор: deshBangla news tv দেশবাংলা নিউজ টিভি
Загружено: 2018-09-01
Просмотров: 81
Описание:
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বাস খাদে অল্পতে রক্ষা পেল ৫০ বাসযাত্রী; আহত ১২
মুন্সীগগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বাস খাদে। অল্পতে প্রাণে রক্ষা পেল ৫০ জন বাস যাত্রী। আহত হয়ে হাসপাতালে ১২ জন। এ সময় যানবাহনের ধীরগতিতে উভয় দিকে ৫ কি.মি যানজট। থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে বিকাল ৪ টায় বাসটি উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ঢাকা-মাওয়া মহসড়কের জেলার শ্রীনগর উপজেলার কেয়টছিড়া নামক স্থানে মধুমতি পরিবহনের (ঢাাকা মেট্রো ব ১১-০০৩৯) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ঢাকা-খুলনা রুটের এই বাসটি মাওয়া থেকে ঢাকা যাচ্ছিল। দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্থটনা ঘটে। এ সময় বাসে ৫০ জনের মত যাত্রী ছিল বলে স্থানীয়রা জানায়। ঢাকা-মাওয়া সড়কে কর্মরত লোকজন তাদের উদ্ধার করে আহত ১২ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, যাত্রী চালক কেউ ছিল না। ফায়ার সার্ভিসের সহযোগিতায় করিম গ্রুপের একটি ক্রেন দিয়ে বাসটি উদ্ধার করা হয়। তবে কেউ মারা যায়নি। কয়েকজন আহত হয়েছে শুনেছি। তারা কেউ এখানে নেই। উদ্ধারের সময় কিছুক্ষণ রাস্তায় জ্যাম ছিল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: