কোরবানির ইতিহাস। মুফতি খাইরুল ইসলাম ফরিদী|mufti khairul islam foridi
Автор: Usama media
Загружено: 2025-06-11
Просмотров: 43
Описание:
কোরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীর সুরল লগ্ন থেকে অদ্যাবধি কেয়ামতের ইতিহাস তুলে ধরেছেন সমস্ত নবী-রাসূলগণ কুরবানী করেছেন আদম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন ইতিহাস সাক্ষী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী হাওয়া আলাইহিস সালামের গর্ভবতীকে দুইজন করে ছেলে মেয়ে জন্ম হতো সেই সময়ে শরীয়তের বিধান ছিল জমজ ভাই বোনকে আপন ভাই বোন হিসেবে ধরা হতো এবং পরবর্তীতে যে দুই ভাই-বোন জন্ম হতো তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল মনে করা হতো কিন্তু ঘটনা একটা ঘটে গিয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই সন্তান ছিল একজনের নাম হাবিল আরেকজনের নাম কাবিল হাবিলের সাথে জীবন জন্ম হয়েছিল সে ছিল অত্যন্ত কুশ্রী ও কালো আর কাবিলের সাথে জীবন জন্ম হয়েছিল সে ছিল অত্যন্ত সুন্দরী ও রূপসী সেই নিয়ম অনুপাতে কাবিল যেহেতু হাবিলের সাথে জন্ম হওয়া কুসরি বোনকে বিবাহ করতে বাধ্য তাই সেটা হজম করতে না পেরে সিদ্ধান্ত নিল হাবিলকে হত্যা করবে হাবের সিদ্ধান্ত মতে অনর থেকে বললেন না আমি আমার আপন বোনকে বিবাহ করতে পারবোনা আপনার সাথে জন্য হওয়া সেই সুন্দরী রূপসী বোনকে বিবাহ করব কারণ এখনকার ধর্ম এটাই বিধান আদম আলাইহিস সালাতু সালাম এর কাছে এই সংবাদ গেলে পরে আদম আলাইহিস সালাম বললেন তোমরা কুরবানী দাও সেই সময় কোরবানি দেওয়ার সিস্টেম হল যার যার সাধ্যমত প্রিয় বস্তুকে সামনে উপস্থাপন করলে আসমান থেকে অগ্নি এসে তার জানিয়ে দিত হাভেল যেহেতু বকরি রাখালি করত সেই সুবাদে তিনি সুন্দর একটি বকরি উপস্থাপন করলেন আর কাবেল যেহেতু কৃষি কাজ করতো সে জন্য তিনি কিছু তৃণমূল ও লতাপাতা এনে উপস্থিত করলেন সেই সময় কার নিয়ম অনুপাতে আসমান থেকে অগ্নি এসে হাবিলের রেখে যাওয়া সেই বকরি ডাকে জ্বালিয়ে বশীভূত করে চলে গেল এতে কাবেল আরো ক্ষিপ্ত হয়ে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নিলো পরিশেষে হাবিলকে হত্যা করে ফেলল প্রথম পর্যায়ে মানুষকে কিভাবে দাফন করতে হয় তা তাদের জানা নেই আল্লাহ তাআলা আসমান থেকে কাক পাঠালেন দুটো কাক একটি আরেকটিকে ধ্বংস করে মাটি করে মাটির নিচে আরেকটিকে দাফন করে দিল এই দৃশ্য দেখার পর কাবিল অত্যন্ত লজ্জিত হল এবং আপন ভাইকে মাটির নিচে দাফন করে জালিমের রূপান্তরিত হলো ইতিহাস সাক্ষী সেই সময় থেকে কুরবানী চলে এসেছে আমরা যে কোরবানি করি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ও ইসমাইল আলাইহিস সালামের আদর্শ ইতিহাস সামনের ঘটনায় আসবে।
আলোচক
#মুফতী খাইরুল ইসলাম ফরিদী
#mufti khairul islam foridi
#কোরবানি ইতিহাস
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: