king kobra | ঐতিহ্যবাহী ঝাপান খেলা | Snake Game | Jhapan Game | Traditional Game
Автор: 24 world affairs
Загружено: 2019-09-25
Просмотров: 2314
Описание:
• king kobra | ঐতিহ্যবাহী ঝাপান খেলা | Snake...
কালের বিবর্তনে লোকাচারের অনেক কিছুই এখন হারিয়ে গেলেও গ্রাম বাঙলায় এখনো জনপ্রিয় সাপের ঝাপান খেলা ঃ
হাজার হাজার দর্শক উপস্থিত। মঞ্চের উপর বেশ কয়েকটি ঝাঁপি। আর তা খুলে দিতেই বাদ্যের তালে তালে বের হয়ে আসছে ভয়ংকর বিষধর সাপ। ফণা তুলে বাদ্যের তালে তালে নেচে চলেছে সেই সাপ। যে সাপ সবচেয়ে ভালো নাচবে সেই হবে বিজয়ী। চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এই খেলার নাম ঝাপান। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়া গ্রামে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে এই ঐতিহ্যবাহী খেলা। কয়েক হাজার দর্শকের উপিস্থিতিতে নিজেদের সাপের নৈপুণ্য দেখান সাপুড়েরা।
বাদ্যের তালে তালে ঝুড়ি থেকে বেড়িয়ে আসে ভয়ংকর গোখরা সাপ। উপস্থিত শত শত দর্শকের করতালি একটুও বিচলিত করতে পারে না ফণা তোলা এসব নাচিয়েদের।মনিবের ইশারা ইঙ্গিত তাকে ঠিক বুঝিয়ে দিয়েছে, শুধু মানুষকে আনন্দ দেওয়ার খেলা নয়, বরং আজ চলছে মর্যাদার লড়াই।ঐতিহ্যবাহী এই সাপ খেলা দেখতে ভিড় করেছে হাজারও দর্শক। বাদ পড়েনি নারীরাও। ঢাক আর ঢোলের বাদ্য আর নাচ-গানে সাপুড়েরা দর্শকদের মন ভরিয়ে তোলেন।বিভিন্ন জেলা থেকে আসা ১০ টি সাপুড়ে দলের শতাধিক সাপের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত। এ ধরনের আয়োজন হলে এলাকার সাপুড়েদের মিলন মেলায় অনেক ভাব বিনিময় ও বিভিন্ন প্রজাতির সাপের খোঁজ খবর পাওয়া যায় বলে জানান বিভিন্ন এলাকা থেকে আসা সাপুড়েরা।
আর এই দুর্লভ দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। অনেকে জীবনে প্রথম আবার অনেকে অনেক দিন পর দেখছেন এ খেলা। এই ‘ঝাপান খেলা’ দেখে খুবই আনন্দিত হয় দর্শক।
এ ব্যাপারে আয়োজকরা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এই খেলার আয়োজন।
কালের বিবর্তনে লোকাচারের অনেক কিছুই এখন হারিয়ে গেছে। কিন্তু ঝাপান গানের কোনো হেরফের হয়নি। সেই মধ্যযুগ হয়ে একবিংশ শতাব্দীর মানুষের কাছে এখনও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে এই ঝাপান সাপের খেলা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: