কাউকে ঘুম থেকে উঠানোর সুন্নত তরিকা ও নিয়ম
Автор: Golap Nagar Darbar Sharif Forkania Nurani Madrasha
Загружено: 2025-10-22
Просмотров: 11602
Описание:
আসসালামু আলাইকুম
আমাদের মাদ্রাসায় প্রতিষ্ঠাতা হলেন।
পীর আল্লামা শেখ শফিউর রহমান (ফকির সাহেব) হুজুর (রহ)
হুজুরের সংক্ষিপ্ত জীবনী :-
পীর আল্লামা শেখ শফিউর রহমান (ফকির সাহেব) হুজুর (রহঃ) একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন যিনি সুরাটে সাধনা করেছিলেন এবং ইসলাম প্রচারে বিশেষ অবদান রেখেছিলেন। তাঁর জীবনধারা, আধ্যাত্মিক সাধনা, এবং ইসলামের সেবার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
সাধনা ও সুরাটে অবদান:
তিনি সুরাটে দীর্ঘ সময় ধরে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন ছিলেন। এই সাধনা কেবল আত্মশুদ্ধি বা আধ্যাত্মিক উন্নতির জন্যই ছিল না, বরং তাঁর লক্ষ্য ছিল ইসলামিক শিক্ষা ও আদর্শকে মানুষের মাঝে প্রচার করা। তাঁর মাধ্যমে বহু মানুষ ইসলামের সঠিক পথ ও চেতনা সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন।
ইসলাম প্রচার:
ফকির সাহেব (রহঃ) ইসলাম প্রচারের ক্ষেত্রে এক নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি কেবল ধর্মীয় জ্ঞান প্রচার করতেন না, বরং মানুষকে নৈতিকতা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির গুরুত্বও বুঝাতেন। তাঁর পীরত্বের মাধ্যমে অনেকেই ইসলামি জীবনে অনুপ্রাণিত হন।
উপদেশ ও শিক্ষা:
তিনি বিশ্বাস করতেন যে ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তিনি তাঁর অনুসারীদের সৎপথে চলার, নিয়মিত নামাজ আদায় করার, এবং আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার উপদেশ দিতেন।
আপনি যদি তাঁর জীবনী নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে তাঁর অনুসারী বা তাঁর কোনো লেখনী বা স্মৃতিচারণমূলক গ্রন্থের মাধ্যমে আরও তথ্য পেতে পারেন।
আপনি যদি আমাদের কোন ভিডিও দেখে আপনি যদি উপকৃত হন
তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ।
আমাদের মাদ্রাসাটা ঠিকানা হচ্ছে ফুরফুরা গোলাপ দরবার শরীফ মাদ্রাসার নাম রামচন্দ্রপুর পশ্চিম ইদগা পাড়া ফোরকানিয়া নূরানী মাদ্রাসা।
আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রীদের থাকার খুব মানে অসুবিধা হচ্ছে
আপনারা যদি আর্থিকভাবে সাহায্য করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা আমাদের অনেক ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের সাহায্য করবেন।
আমাদের ফেসবুকের লিংক । / 17vxaep68x
আমাদের instagram এর লিংক । https://www.instagram.com/forkanianur...
আমাদের মাদ্রাসায় ভর্তির জন্য যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বর। ৮২৯৩৩০৫১৩২
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: