Ai Girinandini/ অয়ি গিরিনন্দিনী
Автор: Devi Angan
Загружено: 2020-08-08
Просмотров: 1315
Описание:
'শ্রীসারদার্পণমস্তু'
শ্রীশ্রী চন্ডীপাঠ ও চন্ডীতত্ত্ব আলোচনা করলে আমরা বুঝতে পারি যে এই সংসার আসলে মহামায়ার বিরাট মায়া দ্বারা আচ্ছাদিত এবং দেবী চণ্ডিকাই এই জগতের রাষ্ট্রী ও জননী। তিনিই যন্ত্রী, আমরা যন্ত্র। তিনিই এই জগতের আসল কর্তা আর আমরা সকলেই নিমিত্ত মাত্র। তাঁর ইচ্ছার বিরুদ্ধে একখন্ড তৃণকেও স্থানচ্যুত করার শক্তি এই বিশ্বসংসারের কারো নেই। তিনিই জীবকে সংসারে বদ্ধ করে রাখেন, আবার তিনিই কৃপা করে সেই বদ্ধ জীবকে মুক্তি দেন। তিনি করুণাময়ী, সকল জীবের কর্মফলবিধাত্রী। তিনি প্রসন্না হলে জীবের কামনা অনুসারী ভোগ ও মোক্ষ প্রদান করেন। আর এই দেবীমাহাত্ম্য পাঠ করলে অথবা শ্রবণ করলে দেবী চন্ডিকা অত্যন্ত প্রসন্না হন। বলা হয়ে থাকে, শ্রীশ্রী চণ্ডী সমাহিত চিত্তে ভক্তিপূর্বক পাঠ বা শ্রবণ করলে তাহা 'অত্যন্ত মঙ্গলজনক’। দেবী নিজমুখে শ্রীশ্রী সপ্তশতী চণ্ডী পাঠ ও শ্রবণের যে ফলগুলি ঘোষণা করেছেন সেগুলি হল -
১. ঐহিক ও পারত্রিক কল্যাণ।
২. পাপনাশ ও পাপজনিত আপদ নাশ।
৩. দারিদ্রতানাশ।
৪. প্রিয়জনবিয়োগ নাশ।
৫. শত্রু, দস্যু, রাজা, শস্ত্র, অগ্নি ও জলপ্রবাহ থেকে উৎপন্ন সমস্ত প্রকার ভয় নাশ।
৬. মহামারীজনিত সর্বপ্রকার উপদ্রব ও ত্রিবিধ উৎপাত দমন।
৭. দেবীর প্রসন্নতা ও সন্নিধি।
৮. নির্ভীকতা।
৯. শত্রুক্ষয়।
১০. বংশন্নতি।
১১. শান্তিকর্মে সিদ্ধি।
১২. গ্রহশান্তি।
১৩. দুঃস্বপ্নের সুস্বপ্নে পরিবর্তন।
১৪. ডাকিনী ও পূতনাদি বালগ্রহ দ্বারা আক্রান্ত শিশুগণের শান্তিলাভ।
১৫. বৈরীভাব দূরীকরণ ও মিত্রতা স্থাপন।
১৬. রাক্ষস, ভূত ও পিশাচগণের বিতাড়ন।
১৭. আরোগ্য লাভ।
১৮. চিত্তশুদ্ধি।
১৯. সঙ্কট মুক্তি ইত্যাদি।
অর্থাৎ, সকাম কিংবা নিষ্কাম, ভোগী কিংবা ভক্ত, গৃহী কিংবা সন্ন্যাসী সকলের পক্ষেই শ্রীশ্রী চণ্ডীতত্ত্ব আলোচনা পরম ফলপ্রদ। তাই দেবীমাহাত্ম্য পাঠ ও শ্রবণের ফলে যেমন রাজা সুরথ তার বহুকাঙ্খিত রাজ্য ফিরে পেয়েছিলেন, তেমনিই বৈশ্য সমাধি পেয়েছিলেন মুক্তির পথ।
শ্রীশ্রী মহাদেবীর চরণে আমাদের আভূমি প্রণতি। তিনি তাঁর সকল ভক্তসন্তানের সর্বাঙ্গীণ কল্যাণ বিধান করুন এই কামনা করি।
দেবীর মাহাত্ম্য শ্রবণে কেটে যাক সকল বাধাবিঘ্ন, ধরণী হোক শান্তিময়।
জয় মহামাঈকি জয়।
জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেবকি জয়।
জয় স্বামীজি মহারাজকি জয়।
জয় গঙ্গামাঈকি জয়।
জয় শ্রীশ্রী দুর্গামাঈকি জয়।
🌺🌺🌺
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: