আবৃত্তি প্রতিযোগিতা । মনে থাকবে । আবিদা সুলতানা রিয়া । শিক্ষানগরী সৈয়দপুর
Автор: শিক্ষানগরী সৈয়দপুর
Загружено: 2020-05-06
Просмотров: 57
Описание:
আবৃত্তি প্রতিযোগিতা । মনে থাকবে । আবিদা সুলতানা রিয়া । শিক্ষানগরী সৈয়দপুর
মহামারী করোনার প্রকোপ দিনকে দিন বেড়েই চলছে। কোনমতেই আটকানো যাচ্ছেনা করোনা ভাইরাসের তীব্রতা। এরফলে জনজীবন আজ বিধস্ত। থেমে গেছে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। করোনার ছোবল ঠেকাতে কোটি কোটি মানুষ আজ গৃহবন্দী। অঘোষিত লক ডাউনের কবলে সবাই বাড়িতে এখন হয়তো অলস সময় কাটাচ্ছে। শিক্ষার্থীরাও পড়াশোনার ফাকে অনেক অবসর সময় পাচ্ছে। এই সময়টা অনেকের হ্যালাফ্যালায় কাটছে। আবার কেউ কেউ এই একঘেয়েমিতে বিরক্তি বোধ করছে। বাড়িতে কাটানো এই অজস্র সময় সৃজনশীলতায় কাজে লাগাতে ফেসবুক ভিত্তিক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন 'শিক্ষানগরী সৈয়দপুর' আয়োজন করেছিলো ভিন্নধর্মী এক প্রতিযোগিতা। কবিতা প্রেমীদের কথা মাথায় রেখে ২৮ হাজার মেম্বারের শিক্ষানগরী সৈয়দপুর গ্রুপে আয়োজন করা হয়েছিলো কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
শিক্ষা, সেবা ও জনসচেতনতার লক্ষ্যে কাজ করা শিক্ষানগরী সৈয়দপুর'র ভিন্নধর্মী এই প্রতিযোগিতায় আরণ্যক বসুর "মনে থাকবে" কবিতাটি আবৃত্তি করে খন্দকার আবিদা সুলতানা রিয়া যৌথভাবে পঞ্চম স্থান লাভ করেন। তাকে অভিনন্দন শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে। তার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: