হরিনাম মহাযজ্ঞ দর্শন। 🙏🙏🙏
Автор: বাংলা অমৃত কথা
Загружено: 2023-06-11
Просмотров: 94
Описание:
হরিনাম মহাযোগ্য দর্শন
" হরেকৃষ্ণ" মহামন্ত্র হল,১৬ শব্দের একটি মহামন্ত্র যা চৈতন্য মহাপ্রভুর শিখনের মাধ্যমে ভক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হরেকৃষ্ণ এই মহামন্ত্র টি পরম সত্তার তিনটি সংস্কৃত নাম দ্বারা রচিত:"হরে" "কৃষ্ণ"এবং "রাম"
গড়িয়া বৈষ্ণব তত্ত্ববিদ্যা অনুসারে একজনের মৌলিক চেতনা এবং জীবনী লক্ষ্য হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম ও ভক্তি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
রাম হরে হরে রাম
রাম রাম হরে হরে।।
হিন্দু ধর্মের গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় এই মহামন্ত্রটি বিশেষ জন্য প্রিয়।
খ্রিস্টীয় ১৬ শতাব্দীতে ভক্তি আন্দোলনের নেতা মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সারা ভারতে বিশেষ্যতা বাংলা ও উড়িষ্যার "প্রতি নগরের গ্রামে ভ্রমণ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে এই মহামন্ত্র টি জনপ্রিয় করে তুলেছিলেন এবং প্রেম দিয়ে প্রচার করেছিলেন।
তাই আমরা যদি ভগবানের প্রতি যদি ভক্তি লাভ করতে চাই তাহলে আমাদের করণীয় কর্তব্য ভগবানের কে প্রেম করা এবং ভক্তি করা, শুধু তাই নয় তার জন্য আমাদেরকে সাধু সেবা এবং সাধু সংঘ এবং শ্রী গুরু র চরণে আশ্রয় গ্রহণ করা,তবে আমরা ভগবতধামে ফিরে যেতে পারবো।
প্রিয় গাইজ এটি আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যাতে নতুন নতুন ভক্তি মূলক অনুষ্ঠান ভিডিও পাওয়ার জন্য।
*বাংলা অমৃত কথা*#shorts/Vedio....
নতুন ভক্তবৃন্দ ও সনাতন ধর্মের প্রচার এবংসঠিক সিধান্ত এবং
আমার প্রিয় ভক্তবৃন্দ ওপ্রিয় গাইজ এর কাছে পৌঁছে দেওয়ার
জন্য এই চ্যানেল এর মূল উদ্দেশ্য।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম। রাম রাম হরে হরে।।
আপনাদের কে বিশেষ ভাবে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো।
আপনি ও আপনার পরিবারের সবাই কে,আমার এই চ্যানেল এর সমস্ত ভিডিও দেখার জন্য এবং লাইক শেয়ার ক্রমেন্ট ওসাস্কাইপ করে পাশে থাকুন যাতে নতুন নতুন ভগবানের অমৃত বাণি লীলা গুলি,আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি।
আপনি এবং আপনার পরিবারের সবাই ভগবানের নাম গান শ্রবণ করবেন যাতে তিনার আশীর্বাদে সবাই ভালো থাকেন।এবং কলিযুগে অবতারণা শ্রীগৌরহরির মহামন্ত্র জপ করবেন নিজেদের কল্যাণ উদ্ধার এর জন্য। মহামন্ত্রঃ-
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
বাংলা অমৃত কথা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: