রাজশাহী পয়েন্টে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি।
Автор: sayed masud
Загружено: 2019-10-05
Просмотров: 18
Описание:
রাজশাহী পয়েন্টে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি। গেল তিন দিনে অন্তত ৪ সেন্টিমিটার পানি কমেছে।এর আগে উজান থেকে নেমে আসা ঢলে আগে থেকেই হু হু করে পানি বেড়ে চলেছিল পদ্মায়। এরই মাঝে নতুন করে ফারাক্কার সবগুলো লকগেট খুলে দেওয়ায় পানিতে থৈ থৈ করছে এ নদী। পানির তোড়ে বর্তমানে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে করে হুমকিতে পড়েছে টি-বাঁধসহ সংলগ্ন এলাকা। পরিস্থিতি মোকাবেলায় বুধবার সকাল থেকে বাঁধ ঘিরে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, নদীর প্রবল স্রোতে কয়েক যুগ আগের টি-বাঁধটি কিছুটা দেবে গেছে। তাই বালুভর্তি জিও ব্যাগ ফেলে তা রক্ষার চেষ্টা চলছে। গত ১৭ বছরে রাজশাহীতে পদ্মার পানি মাত্র দুইবার বিপদসীমা অতিক্রম করেছে।এরপর পানি বাড়লেও ওইসব রেকর্ড ভাঙেনি।#
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: