সিমিন হোসেন রিমি এমপির কর্মময় সংক্ষিপ্ত জীবনী | বঙ্গতাজ কন্যা | গাজীপুর টেলিভিশন।
Автор: Gazipur Television
Загружено: 2022-08-06
Просмотров: 2480
Описание:
সিমিন হোসেন রিমি গাজীপুর জেলার কাপাসিয়া থানার অন্তর্গত দরদরিয়া গ্রামে ১৯৬১ সালের ১৯ আগষ্ট জন্মগ্রহণ করেন।তার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং মা সৈয়দা জোহরা তাজউদ্দীন। সিমিন হোসেন রিমির স্বামীর নাম মোশতাক হোসেন।
বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ১৯৭ নং (গাজীপুর-৪) কাপাসিয়া আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন। তারও আগে উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক হিসেবে তার রয়েছে একটি স্বতন্ত্র ধারা। পরিচ্ছন্ন ও নির্মোহ রাজনীতির যোগ্য উত্তরাধিকার সিমিন হোসেন রিমি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
অন্য দশটা সাধারণ বাঙালি পরিবারের মতো সহজ জীবন পাননি সিমিন হোসেন রিমি। বাবা-মা দু`জনেই রাজনীতি, দেশ, মানুষ নিয়ে ব্যস্ত থাকতেন। ফলে পরিবার, ছোট ছোট ভাই বোন, সংসার সবই তাকে সামলাতে হয়েছে ছোট দুটি হাতে। মাত্র বার বছর বয়সেই পুরো পরিবার আগলে রেখেছিলেন ,যেমনটি এখন মমতার ছায়ায় আগলে রেখেছেন কাপাসিয়ার আপামর জনসাধারণকে।দলমত নির্বিশেষে রিমির কাছে পৌঁছতে পারেন সবাই,জানাতে পারেন যে কোন সমস্যার কথা।তাজউদ্দীন আহমদ এর রক্ত যে শরীরে প্রবাহমান সেই রক্ত দেশ ও জনগণের সেবায় ব্রত এটাই স্বাভাবিক। নির্লোভ এই এমপির হাত ধরে কাপাসিয়া উন্নয়নের মহা সড়কে উঠতে না পারলেও বিগত সময়ের থেকে ভাল আছে এই কথা কাপাসিয়ার অবয়বের দিকে তাকালেই বুঝা যায়।যুগে যুগে কতক দুষ্টু পক্ষ থাকে,ছিল তাজউদ্দীন আহমদ এর সময় কালেও,এই দুষ্ট পক্ষ দলের ভেতরেই থাকে,মুখোশের আড়ালে থাকে বলে টের পাওয়া যায়না,কাপাসিয়া বাসীর বিশ্বাস, যে নেতারা সিমিন হোসেন রিমির নাম ভাঙ্গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত দলের ভাবমূর্তি বিনষ্টে যথেষ্ট শক্তি রাখে তিনি তাদের কে বয়কট করে জনগণের পাশে থাকবেন।
সিমিন হোসেন রিমি একজন শক্তিমান কলামিস্ট লেখক ও বটে,
রিমির লেখা কয়েকটি বই
তাজউদ্দীন আহমদ এর ডায়েরি
আমার ছোটবেলা এবং বাবা তাজউদ্দীন আহমদ
তাজউদ্দীন আহমদ এর সমাজ ও রাষ্ট্র ভাবনা
তাজউদ্দীন আহমদ এর চিঠি
তাজউদ্দীন আহমদ ইতিহাসের পাতা থেকে
তিনি বলেন,আমাদের দ্বারা কাপাসিয়ার মানুষের কোন ক্ষতি হবে না। তিনি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকবোআমি সব সময় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি। ভবিষ্যতে কাপাসিয়ায় এক টাকায় স্বাস্থ্য সেবা চালু করার ব্যবস্থা গ্রহণ করবো। একটি পরিকল্পিত ও আধুনিক, সবুজ কাপাসিয়া গড়ে তোলার জন্য এবং কাপাসিয়ার উন্নয়নের জন্য তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
#সিমিনহোসেনরিমি
#কাপাসিয়া
#বঙ্গতাজতাজউদ্দীনআহমদ
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: