When should oil be given to hair কোন সময় চুলে তেল দেওয়া উচিত?
Автор: Tuk Tak Shawon
Загружено: 2021-10-19
Просмотров: 25
Описание:
কোন সময় চুলে তেল দেওয়া উচিত?
আপনি যে কোনো সময় তেল দিতে পারবেন তবে তেল শুধু চুলে না মাথার ত্বকেও দিতে হবে। আপনি যদি চুলে তেল নিয়ে বাইরে যেতে চান তাহলে শুধু নারিকেল তেল ব্যবহার করবেন।
একদিন পরপর অথবা সপ্তাহে তিনদিন ক্যাস্টরওয়েল এর সাথে নারিকেল তেল মিশিয়ে হালকা গরম করে নেবেন। তারপর মাথার ত্বকে আলতো হাতে তেল লাগিয়ে নেবেন, তেল যেনো খুব গরম না থাকে। কখনোই খুব চাপ দিয়ে মাথায় তেল বা শ্যাম্পু মাসাজ করবেন না এতে চুলের গোড়া দূর্বল হয়ে যাবে।
ক্যাস্টর অয়েল ১ চা চামচ আর কোকোনাট অয়েল ২ চা চামচ অনুপাতে নেবেন।
আপনি চাইলে সারা রাত এই তেল চুলে রাখতে পারেন অথবা ২-৬ ঘন্টা পর্যন্ত রেখে ভালো করে শ্যাম্পু করে নেবেন। যখনই শ্যাম্পু করবেন খেয়াল রাখবেন মাথার ত্বকে যেনো তেল না থাকে। ত্বকে সামান্য তেল থেকে গেলে তাতে ময়লা জমে যাবে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি তখন চুল পড়া বেড়ে যাবে। তাই যখনই শ্যাম্পু করবেন খুব ভালো করে ত্বক পরিস্কার করবেন।
যাদের মাথার ত্বক তৈলাক্ত অথবা মাথা খুব বেশি ঘামে তাদের সবসময় মাথার ত্বক পরিস্কার রাখতে হয় তা না হলে চুল পড়ে যায়। আপনার মাথার ত্বক আর চুলের ধরন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
ভালো থাকবেন…
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: