আনিসুল হকের কালজয়ী ম্যাগাজিন 'এখনই' ১৯৮৪
Автор: KAJOL RIPON 02
Загружено: 2024-03-30
Просмотров: 1060
Описание:
বিটিভির ইতিহাসে মাইলফলক ম্যাগাজিন অনুষ্ঠানের নাম 'এখনই'। বিটিভি ম্যাগাজিনের গৌরবময় অতীতের অবিচ্ছেদ্য অংশবিশেষ এটি। 'এখনই'কে যেমন জনপ্রিয়তার তুঙ্গে নিয়েছিলেন আনিসুল হক, তেমনি 'এখনই' ম্যাগাজিন জনপ্রিয়তা দিয়ে আনিসুল হককে। এখনো অনেকেই বিটিভি আনিসুল হকের নাম লেখার আগে 'এখনইখ্যাত' কথাটা উল্লেখ করেন।
১৯৮৩/৮৪ সালের দর্শক জরিপে পরপর ২বছর শ্রেষ্ঠ ম্যাগাজিনের তালিকায় 'এখনই' পাকাপোক্ত আসন করে নেয়। যারা দেখেছে শুধু তারাই বলতে পারেন, কতটা আকর্ষনীয় ছিলো কিংবদন্তী উপস্থাপক আনিসুল হকের উপস্থাপনাশৈলী, তারুন্যদীপ্ত উপস্থিতি, চমৎকার বাচনভঙ্গী, ব্যতিক্রমধর্মী আয়োজন, নতুন নতুন আঙ্গিক ও বিষয়বস্তু চয়ন। এখনই'র সংগীত পরিচালনায় ছিলেন আনিসুর রহমান তনু ও প্রযোজনায় আলাউদ্দিন আহমেদ।
চিরস্মরণীয় বরণীয় আনিসুল হকের প্রতি শ্রদ্ধাঞ্জলী।
ভিডিও কৃতিত্ব - বাংলাদেশ টেলিভিশন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: