প্রচুর চোরাই মোবাইলসহ বৈষ্ণবনগর এর এক বাসিন্দা গ্রেপ্তার সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে।
Автор: Sangbad Bangla Tv
Загружено: 2025-11-08
Просмотров: 24
Описание:
চোরাই মোবাইল চক্রের বিরুদ্ধে ফের বড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে শুক্রবার রাতে পরিচালিত অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ চোরাই মোবাইল। পুলিশের হাতে ধরা পড়েছে এক চোরাই মোবাইল কারবারি।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ হানা দেয় পূর্ব রতনপুর মাঠপাড়া এলাকায়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪১টি আইফোনসহ মোট ৩০৫টি নামিদামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। গ্রেফতার করা হয়েছে ইবাদুল সেখ নামে এক ব্যক্তিকে (৩৫), যার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর বৈরাতি পাড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য কোটি টাকা। শুধুই মোবাইল নয়, সঙ্গে উদ্ধার হয়েছে একটি নামিদামি মোটরবাইক, একটি এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড এবং একাধিক সিমকার্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে আকিল সেখ নামে এক ব্যক্তি এই বাড়িটি ক্রয় করেছিলেন। তবে বাড়িটিতে কেউ বসবাস করত না। রাতে সেখানে বারবার অজ্ঞাত ব্যক্তিদের আনাগোনা দেখা যেত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
আজ শনিবার ধৃত ইবাদুল সেখকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। পুলিশের ধারণা, একটি সুসংগঠিত চোরাই মোবাইল চক্র এর সঙ্গে যুক্ত। চোরাই মোবাইলগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার হত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: