চোখ লাল হলে করণীয়।চোখের এলার্জি দূর করার উপায়।চোখের সমস্যা দূর করার উপায়। চোখের কারণে মাথা ব্যথা।
Автор: আদি ও আসল আয়ুর্বেদ মানব সেবা
Загружено: 2022-06-14
Просмотров: 16
Описание:
চোখ লাল হলে করণীয়।চোখের এলার্জি দূর করার উপায়।চোখের সমস্যা দূর করার উপায়। চোখের কারণে মাথা ব্যথা। আদি ও আসল আয়ুর্বেদ মানব সেবা।
৩. চোখের বিভিন্ন রোগে— চোখে জল পড়লে,পিচুটি পড়তে থাকলে, ব্যথা হলে বা করকর করলে এই অবস্থায় সজনে পাতা ৪ কাপ পানিতে থাকলে সেদ্ধ করে ২ কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে, সেই জল দিয়ে চোখে ঝাপটা দিন। ২–৪ দিন দিলেই চোখের সব উপসর্গ কেটে যাবে।
শোভাঞ্জন (সজনে)
আমাদের বেদে একরকম শোভাঞ্জানের উলক আছে। কিন্তু নীল, লাল ও সাদা ফুলওয়ালা শোভাঞ্জিনে চলতি নাম সজনে। সজনে গাছের রস দেহাভ্যন্তরে দুষ্ট ব্রন দূর করে। এই গাছের পাতা, ফুল, ফল, অর্থাৎ ডাঁটা এবং বীজের তেল সবই উপকারে লাগে। সজনে পাতায় ভিটামিন এ, ভিটামিন বি এবং সি আছে। তাছাড়া প্রোটিন, নিকোটিনিক ও কার্বোহাইড্রেট ইত্যাদি প্রয়োজনীয় উপাদান বর্তমান থেকে। রোগের ব্যবহার ঃ
ভূমিকা
আয়ুর্বেদ দোষ দূষ্য মল ইত্যাদি বিচারের উপরেই নির্ভরশীল । সেই দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে প্রয়োজন দ্রব্যের পরিচয় গুণাগুণ বর্গীকরণ দ্রব্যের রস বীর্য বিপাক প্রভাবতত্ত্ব বিষয়ে সম্যক জ্ঞান । আবার সেই সকল বিষয়ে জানতে হলে জানা দরকার মানুষের দেহের সঙ্গে এই সকল দ্রব্যের সাধর্ম ও বৈধর্ম বিচার এবং ত্রিদোষ তত্ত্বের অর্থাৎ বায়ু - পিত্ত - কফের সঙ্গে তার সম্পর্ক ।
সত্ত্ব রজঃ তমোগুণাত্মক মানুষ আপন বৈশিষ্ট্য নিয়েই সংসারে বিচরণ করছে । সুতরাং দ্রব্য সম্বন্ধেও সকলের সব অবস্থায় ঠিক একরূপ দ্রব্যই তার দেহ ইন্দ্রিয় ও মনের উপযোগী হবে এমনটি ভাবা ঠিক হবে না । এসব কথা মনে রেখে আমি বায়ু পিত্ত কফ ব্যাপারটিকে কেন্দ্র করে আয়ুর্বেদের আধুনিক তত্ত্ব নিয়ে এ গ্রন্থে যথাযথ ভাবে আলোচনা করার চেষ্টা করেছি । এ গ্রন্থে নানাবিধ কঠিন ও সাধারণ এবং অতি সাম্প্রতিক রোগ বিষয়েও বিশদভাবে আলোচনা করা হয়েছে । রোগের উৎপত্তি লক্ষণ চিকিৎসা ও কতো মাত্রায় ওষুধ প্রয়োগ করতে হবে তাও যথাস্থানে বলা হয়েছে । এ গ্রন্থ পাঠ করে কবিরাজী শিক্ষার্থীরাও যেমন উপকৃত হবেন ঠিক তেমনই সাধারণ মানুষরাও ওষুধ প্রয়োগ করতে পারবেন এবং আদি ও আসল আয়ুর্বেদ ও কবিরাজী চিকিৎসার সঙ্গে পরিচিত হয়ে পরীক্ষা - নিরীক্ষা সম্বন্ধে উৎসাহী হবেন ।
এক কথায় বলতে গেলে এতোগুলি বিষয় বাজারে প্রচলিত আর কোন গ্রন্থে আছে বলে আমার জানা নেই । সকলের সচল ও সক্রিয় সহযোগিতা কামনা করি ।
সম্পাদক।
(লতা-পাতার পরিচয় এবং গুণাগুণ)
#চোখে_পানি_চলে_আসা_গজল #চোখের #চোখে
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: