জামাইদের মাছের মেলা/jamaider fish fair
Автор: shitalakhya শীতলক্ষ্যা
Загружено: 2019-01-17
Просмотров: 48
Описание:
জামাইদের মাছের মেলা
গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইল গ্রামে আড়াই’শ বছর পূর্বে হিন্দুদের পূজাকে কেন্দ্র করে বসছে জামাইদের মাছ মেলা। প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার ১০-১২টি গ্রামের মেয়ের জামাইগণ এই দিন শ^শুর বাড়ি আসেন বেড়াতে। আর বেড়াতে এসে শ^শুড় বাড়িতে কে কতো বড় মাছ কিনে নিতে পারেন সেই প্রতিযোগিতা শুরু হয়। এখানে শুধু মাছই বিক্রি হয়না। বিক্রি হয় বিভিন্ন সামগ্রী। আর এই মেলায় কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানান মাছ বিক্রেতারা।
এই দিনটিকে ঘিরেই এখানে দিনব্যাপী চলে আনন্দ-উৎসব। দিনটির জন্য সারাটি বছর অপেক্ষায় থাকেন উৎসুক সাধারণ মানুষ। এই মেলায় আছে একের ভেতর দুই। কারণ এটা জামাই মেলা হলেও, এখানে বসে মাছের বিরাট বড় মেলা। বিনিরাইল এবং এর আশপাশে গ্রামে যারা বিয়ে করেছেন, সে সমস্ত জামাইরা হচ্ছেন ওই মেলার মূল ক্রেতা ও দর্শণার্থী। তাছাড়া এই মেলাকে ঘিরে এলাকার জামাইদের মধ্যে চলে এক নীরব প্রতিযোগীতা। আর এই প্রতিযোগীতাটি হচ্ছে কোন জামাই সবচেয়ে বড় মাছটি ক্রয় করে শশুরবাড়ীতে নিয়ে যাবেন। তাছাড়াও বাংলাদেশের অনেক জেলা থেকে ক্রেতারা মাছ কিনতে আসেন এই মেলায়। এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে কালীগঞ্জের বিনিরাইল গ্রামের এই মেলায়। এই মেলাকে ঘিরে পুলিশ প্রশাসন থেকে দেয়া হয় নিরাপত্তা। এখানে আসা দর্শনার্থীরা জানিয়েছেন যে, এই মেলায় এসে তারা অনেক আনন্দ উল্লাস করেন। এখানে অনেক বড় বড় মাছ দেখে তাদের প্রাণ জুরিয়ে যায়। এতো বড় বড় মাছ আগে কখনো কোথাও দেখেনি। মূলত মাছ দেখার জন্যই এই মেলায় আসেন দর্শনার্থীরা।
৪০ কেজি ওজনের এই কাতলা মাছটি দেখতে ভিড় জমাচ্ছেন আগত দর্শনার্থীরা। বিক্রেতা দাম হেঁকেছেন ৯০ হাজার টাকা। ক্রেতাদের মধ্যে স্থানীয় রামচন্দ্রপুর এলাকার জামাই রফিক সরকার মাছটির দাম সর্বোচ্চ ৬০ হাজার টাকা বলছেন। কিন্তু বিক্রেতা আরো বেশি দাম পাবার আশায় মাছটি ছাড়ছেন না। চলছে দর কষাকষি। যতনা ক্রেতা তার চেয়ে অনেক বেশি উৎসুক জনতা ভীর জমিয়েছেন মাছটি দেখার জন্য। পৌষ মাসের শেষে মাঘ মাসের প্রথম দিন শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই মাছের মেলা।
রাজধানী ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ কেবল এই মেলা উপলক্ষেই কালীগঞ্জে আসে। প্রতি বছর পৌষ-সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ মেলা। এবারের মেলায় প্রায় ৩ শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি মাছের পসরা সাজিয়ে বসেছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি ইত্যাদির পসরাও বসেছে। মাছের মেলায় সামদ্রিক চিতল, বাঘাড়, আইড়, বোয়াল, কালী বাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা, পাখি মাছ, রাক্ষস মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশীয় মাছ।
সবার আগে সকল খবর পেতে টাইম টিভির সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন টাইম টিভি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: