তসবিহ দানা দিয়ে তসবিহ পড়া বিদআত/জায়েজ নিয়ে শায়েখদের বিতর্ক। কে সঠিক? কে বেঠিক? কাকে মানবে?
Автор: Muslim Connect
Загружено: 2024-12-05
Просмотров: 2186
Описание:
দানা দ্বারা তাসবিহ করা ও মানহাজী মতবাদ।
"""""""""""""""""
সালাফী মানহাজীরা দাবি করে তারা নাকি সহী হাদিসের বাহিরে কোন কিছু মানে না। নিছের ভিডিওটি প্রমান করে, তারা নিজেদের দাবিতে সত্য নয়। বরং জাতিকে ধোকা দেয়ার জন্যই কথাটি বলে থাকে মাত্র।
তারা আরো দাবি করে তারা নাকি ইজতিহাদ, কিয়াস (যুক্তি) এবং ইজমা কিছুই মানে না। বাস্তবে কিন্তু তা সত্য নয়। বাস্তবে কিন্তু তারাই সব চেয়ে বেশি কিয়াস করে। তাও কুরআন হাদিস বিরোধি কিয়াস। যেমন ইদানিং মানহাজীরা প্রচার করছে-
🚫 দানা দ্বারা তাসবিহ করা নাকি বিদাত। তারা বলছে দানা দ্বারা তাসবিহ করা নাকি হাদিসে নেই।
◾তারা হাদিসের নামে মিথ্যাচার করছে। কারণ হাদিসে আছে, অনেক সাহাবা রাঃ পাথর, খেজুরের দানা ইত্যাদি দ্বারা তাসবিহ করতেন। যেমন- হাদীস শরীফে এসেছে, উম্মুল মুমিনীন সাফিয়্যা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ﷺ وَبَيْنَ يَدَيَّ أَرْبَعَةُ آلَافِ نَوَاةٍ أُسَبِّحُ بِهَا ، فَقَالَ : لَقَدْ سَبَّحْتِ بِهَذِهِ ، أَلَا أُعَلِّمُكِ بِأَكْثَرَ مِمَّا سَبَّحْتِ بِهِ ، فَقُلْتُ : بَلَى عَلِّمْنِي . فَقَالَ : قُولِي : سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ
একদিন রাসূলুল্লাহ ﷺ আমার কাছে এলেন। আমার কাছে তখন চার হাজার খেজুর-বীচি ছিল। এগুলো দ্বারা আমি তাসবিহ পাঠ করছিলাম। তিনি বললেন, তুমি তো এগুলোর মাধ্যমে তাসবিহ পাঠ করছ। যে পরিমাণ তাসবিহ তুমি পাঠ করেছ, তদপেক্ষা বেশী পরিমাণের উপায় কি আমি তোমাকে শিখিয়ে দিব? আমি বললাম, অবশ্যই আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি বলবে, (سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ) – সৃষ্টির পরিমাণ সংখ্যকবার সুবহানাল্লাহ। জামে তিরমিযি, হাদীস নং: ৩৫৫৪ ৷
অন্য বর্ননায় এসেছে, সা’দ ইবন আবূ ওয়ক্কাস রাযি. থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ ﷺ–এর সঙ্গে এক মহিলার কাছে গেলেন। উক্ত মহিলার সামনে তখন কিছু খেজুর-বীচি ছিল। এগুলো দিয়ে তিনি তাসবিহ পাঠ করছিলেন। নবীজী ﷺ তাকে বললেন, এর চেয়ে সহজ ও উত্তম উপায় সম্পর্কে কি তোমাকে অবহিত করব? তা হল,
سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ مِثْلَ ذَلِكَ
অর্থাৎ, আল্লাহ মহাপবিত্র আকাশে তার সৃষ্টি জীবের সমসংখ্যক, আল্লাহ মহাপবিত্র দুনিয়াতে তার সৃষ্ট জীবের সমসংখ্যক, আল্লাহ তা’আলা মহাপবিত্র এতদুভয়ের মধ্যকার সৃষ্টির সমসংখ্যক, আল্লাহ তা’আলা মহাপবিত্র তিনি যে সকল প্রাণী সৃষ্টি করবেন তার সমসংখ্যক, অনুরূপ পরিমাণ আল্লাহ তা’আলা মহান, অনুরূপ পরিমাণ আল্লাহ তা’আলার প্রশংসা, অনুরূপ সংখ্যকবার আল্লাহ তা’আলা ছাড়া কল্যাণ করার বা ক্ষতিসাধনের আর কোন শক্তি নেই। সুনানে আবু দাউদ, হাদীস নং: ১৩১৭ ৷
রাসূলুল্লাহ ﷺ উক্ত মহিলাকে নিষেধ করেন নি। তিনি কেবল এর চেয়ে উত্তম ও সহজটা বলে দিয়েছেন। যদি এটি নিষিদ্ধ হত তাহলে তিনি বলে দিতেন। সুতরাং এই হাদিস ও অনুরূপ আরো হাদিস একথার দলিল যে, জিকিরের গণনার জন্য প্রচলিত তাসবিহ-দানা ব্যবহারে কোনো অসুবিধা নেই। আর বর্ণিত আছে যে, আবু হুরায়রা রাযি.ও এরূপ করতেন।
এদের কাজ শুধু ফিতনা ছড়ানো। হাদিসের নামে মিথ্যাচার করা। জাতি এদের থেকে সাবধান❗
--------- || ---------
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: