মনে পরে কি? বইয়ের ভাজে সেই ময়ূর পালক?||90's memories||ময়ূরের পালক নিয়ে শৈশবের যত স্মৃতি||১৯৯০||২০০২|
Автор: Vinno kichu
Загружено: 2024-04-13
Просмотров: 159
Описание:
#হারানো_দিন #শৈশবের_হারিয়ে_যাওয়া_স্মৃতি #১৯৭১ #১৯৯০ #ভিন্ন_কিছু #chilhood #ইতিহাস #1990 #viral #vinno_kichu
#moyurer_pakhna_ar_amar_chelebela
#ময়ূরের_পাখনা_যখন_রাখা_হতো_বইয়ের_ভাজে
#ময়ূরের_পাখনা_আর_নব্বই_দশকের_স্কুল_জীবন
ছেলেবেলায় আকর্ষনীয় জিনিসের মাঝে আর এক বিশেষ আকর্ষণ হলো মূয়রের পাখনা,,,নব্বই দশকের কিশোর কিশোরীদের কাছে খুব যত্নের জিনিস ছিল নব্বই দশক,,ছেলেবেলায় স্কুলে গেলেই বন্ধুদের বইয়ের পাতার ভাজে দেখতাম এই ময়ুরীর পাখনা,,জানতাম,,বইয়ের পাতায় ময়ুরের পাখ ভাজ করে রাখলে নাকি বাচ্চা দেয়,,অর্থাৎ পালক ডাবল হবে,,কেউ কেউ সরিষার তেল মেখে রাখতো এই পালকে,,,,,একটা পরিপূর্ণ পালক থাকলে তার থেকে সবাই ভেংগে ভেংগে নেয়ার অনুরোধ করতো,যে বন্ধুর সাথে আমাদের সখ্যতা বেশি তাদেরই কেবল আমরা ময়ূরের পাখনার অংশ দিতাম,বাড়িতে এসে ময়ূরের পাখনা কিনে দেয়ার বায়না থাকতো,,কিন্ত সচরাচর সব জায়গাতেই এই ময়ুরের পাখনা কেনা যেত না,হয়তো স্কুলের পাশে লাইব্রেরির দোকান গুলোতে,অথবা ফেরিওয়ালা এক কাঠের গোল লাটির ভিতর রাউন্ড শেপে সাজিয়ে নিয়ে রাস্তায় হাটতো,,দাম ছিল ৫ টাকা,,সর্বশেষ আমি যখন এই ময়ুরের পাখনা দেখেছিলাম,,তখনকার মুল্যছিল ১০ টাকা,তবে বর্তমানে এর আনুমানিক মুল্যর সঠিক ধারনা আমার জানা নেই,শুধু মাত্র নব্বইয়ের জেনারেশনের গল্পেই এই ময়ুর পালক যে আছে তা নয়,বরং প্রাচীন কাল থেকেই এই ময়ুরের পাখনার সাথে কিছু বিশ্বাস আর কিছু অন্ধবিশ্বাসের সম্পর্ক রয়েছে,, হিন্দু ধর্মালম্বীরা এই ময়ুরের পাখ কে দেবতাদের প্রিয় গহনা হিসেবে মানে,,আবার কিছু শ্রেনি বা ধর্মের মানুষ ভাবে,,ময়ুরের পালক ঘরে থাকলে সুখ সুবিধা বৃদ্ধি পায়,,,যার যে ধারনাই এই পালকের উপর থাকুক না কেন,নব্বই দশকের শৈশবে বই বা ডাইরিতে ময়ুর পালক রাখার স্মৃতি আজও অমলিন,ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: