শ্রীশ্রীগুরুচাঁদ চরিত // মঙ্গলাচরণ // পৃষ্ঠা নং - ২ ও ৩ // গুরুচাঁদ ঠাকুর
Автор: Bani Katha
Загружено: 2024-03-02
Просмотров: 5
Описание:
শ্রীশ্রীগুরুচাঁদ চরিত // মঙ্গলাচরণ // গুরুচাঁদ ঠাকুর
This YouTube Channel Based On "AI" Voice
Website Link :- https://ttsfree.com/text-to-speech#go...
Voice Name :- Bashkar
মঙ্গলাচরণ
🌺🌺🌺🌺
পৃষ্ঠা নং - ০০২
-----------------------
হরিচাঁদ রূপে প্রভু ক্ষীরোদ ঈশ্বর।
কলির সন্ধ্যায় হল পূর্ণ অবতার।।
ধন্য গ্রাম ওড়াকান্দি ধন্য বঙ্গ দেশ।
হরিচাঁদে পেয়ে নাই আনন্দের শেষ।।
পূর্ব পূর্ব অবতার যত জন হ’ল।
জীবের তারণ মন্ত্র কেবা কি কহিল।।
সত্যদর্শী মুনিগণে ধ্যানে যাহা পায়।
জ্ঞানের মিশ্রণে কত গ্রন্থ যে রচয়।।
বেদ, শ্রুতি, স্মৃতি আদি সংহিতা নিচয়।
পরম পুরুষ তত্ত্ব সবে প্রকাশয়।।
আর্য ঋষি সাধনাতে যেই তত্ত্ব পায়।
জীবের কল্যাণ হেতু সব লিখে যায়।।
চারি আশ্রমেতে ভাঙ্গে মানব জীবন।
ব্রহ্মচর্য গার্হস্থ্যাদি আছে নিরূপণ।।
ব্রহ্মচর্য পালি’ নর শুদ্ধ শান্ত হয়ে।
পালিবে গৃহস্থ ধর্ম দারা পুত্র ল’য়ে।।
বৃদ্ধ কালে বনবাসী বানপ্রস্থ মতে।
ভিক্ষু হবে মনে প্রাণে জীবন সন্ধ্যাতে।।
চারি আশ্রমের ধর্ম পালি কুতূহলে।
নরের জীবন ধর্ম সৃষ্টি আদিকালে।।
ক্রমে ক্রমে কাল গর্ভে দিন হয় গত।
মানব গোষ্ঠীর বৃদ্ধি হল অগণিত।।
নানা মতে নানা পথে জীব হল ভিন্ন।
ভুলিয়া নিগুঢ় তত্ত্ব পাপে অবসন্ন।।
ত্রাহি ত্রাহি সাধু কুল ডাকে বারে বার।
সাধুর ক্রন্দনে ভবে নামে অবতার।।
পথ-ভোলা পথিকেরে লয় ঠিক পথে।
মানব জীবন তত্ত্ব শিখায় জগতে।।
চুম্বকের আকর্ষণে যথা লৌহ ধায়।
তেমনি জগৎ জীব কেঁদে পরে পায়।।
সকলে মঙ্গল গাহে অবতার প্রতি।
অবতার আগমনে শান্ত বসুমতি।।
নাশিয়া ধর্মের গ্লানি দুষ্কৃতি দমন।
যুগে যুগে অবতারে স্বকার্য সাধনে।
অন্তত ক্ষীরোদশায়ী কভু কোন দিনে।।
আসে নাই ধরাপরে জীবের কারণে।
রাম হ’ল কৃষ্ণ হ’ল যীশু মোহাম্মদ।
জ্ঞানি অবতার বুদ্ধ পরম সম্পদ।।
এক বাণী এক গান নানা দেশে দেশে।
গাহিল কহিল তাঁরা প্রভুর আদেশে।।
তাঁদের শিক্ষার মাঝে বুঝে দেখ ভাই।
ব্যাক্তিগত সাধনার আছে বটে ঠাঁই।।
ভক্ত হ’ল দাস হ’ল হ’ল উদাসীন।
গৃহস্থজনেরে সদা মনে করে হীন।।
গার্হস্থ্য আশ্রম শ্রেষ্ঠ সর্ব্বাশ্রম সার।
কোন দিনে বলে নাই কোন অবতার।।
অসার সংসার বলি গৃহাশ্রমে কয়।
সংসার করিলে ত্যাজ্য সেই ধন্য হয়।।
এই বাণী এই শিক্ষা এত কাল ধরি।
অবতার, ধর্ম গুরু এল অনসরি’।।
কামিনী কাঞ্চন দোঁহে ভক্তি পথে কাঁটা।
তাদের ত্যাজিলে ফুটে ভক্তি প্রেমচ্ছটা।।
নরকের দ্বার বলি নারীজাতিগণে।
ভয় নাই মাতৃত্বের প্রতি অসন্মানে।।
সম্ভবতঃ গৃহী যেন ধর্ম হ’তে দুরে।
এই চিন্তা এই ভাব সবার অন্তরে।।
ধর্ম যেন রহে সদা পর্বতে, গহনে।
অথবা ঋষির বুকে দূর তপোবনে।।
পৃষ্ঠা নং - ০০৩
--------------------------
এই চিন্তা এই ভাব এত কাল ধরি।
আসিল মনুষ্য সব জীবন আচরি।।
সাধক সন্ন্যাসী যারা গৃহাশ্রম ছাড়ি।
দূরে থেকে যোগায় ভব পারের কড়ি।।
মায়া মোহ পাপ তাপ সব নাকি ঝুটি।
গৃহীর সম্পদ সব লয় ক্রমে লুটি।।
ভব পারে যেতে তার নাহি আর ভেলা।
একমাত্র তরী নাকি সাধু পদ ধুলা।।
ব্রহ্মচারী বানপ্রস্থি অথবা সন্ন্যাসী।
সকল গৃহস্থ ভাবে গলে মায়া রশি।।
মানব রূপেতে হল যত অবতার।
প্রথম পুরুষ রাম রাজার কুমার।।
পিতৃসত্য পালিবারে আপনি কাঙ্গাল।
বনবাসে কষ্ট সহে রাজার দুলাল।।
রাজার দুলালী সীতা জনক নন্দিনী।
পতি সেবা ব্রত সাধে সেজে কাঙ্গালিনী।।
ভরত লক্ষণ দোঁহে ভ্রাতৃভক্তি সাধে।
আত্মা সমর্পিয়া হনু পেল রামচাঁদে।।
আপন জীবনে প্রভু আদর্শ দেখাল।
জীবে শিক্ষা দিতে প্রভু কাঙ্গাল সাজিল।।
হনু চিনে নল মানে জানে বিভীষণ।
গুহক চন্ডাল পূজে রামের চরণ।।
সত্য বটে গৃহী এরা গৃহাশ্রমে ছিল।
গৃহাশ্রমবাসী সবে কিবা শিক্ষা পেল।।
রামের যতেক প্রজা অযোধ্যা নগরে।
মিথ্যা অপরাধে সীতা দেয় দূর করে।।
সুপবিত্রা সুচরিত্রা স্নেহময়ী সীতা।
গৃহে নাহি পেল ঠাঁই হ’ল নির্বাসিতা।।
এসব দেখিয়া মনে এই ভাব হয়।
রাম অবতারে গৃহী পেল না উপায়।।
নন্দের নন্দন রূপে কৃষ্ণ অবতার।
পান্ডবেরে নিয়ে করে লীলা চমৎকার।।
আদর্শ গৃহস্থ রাজা যুধিষ্ঠির রায়।
প্রেমে বাধ্য ভবারাধ্য কৃষ্ণ দয়াময়।।
সত্যবাদী জিতেন্দ্রিয় পরদুঃখে দুঃখী।
রাজ্য করে ধর্ম লাগি নহে আত্মসুখী।।
ভীমার্জ্জুন সহদেব আর যে নকুল।
জেষ্ঠ ভ্রাতা সম পিতা এই ধর্ম স্থুল।।
সুভদ্রা দ্রৌপদী দেবী সতী শিরোমণি।
পতিই নারীর গতি জানে এই বাণী।।
পিতৃভক্ত অভিমন্যু বৃষকেতু আর।
কুন্তীমাতা সর্বোপরি সোনার সংসার।।
জানিল দেখিল সবে আপনার চোখে।
কোন জন রাখি নাই ধরি তাহা বুকে।।
পৃথিবী ছাড়িয়া গেল ভাই পঞ্চজন।
মায়াবদ্ধ নর সব হ’ল না চেতন।।
পাপ নাশে ধর্ম রাজ্য করিতে গঠন।
নররূপে জন্ম নিল শ্রী মধুসূদন।।
শিশুপাল দন্তবক্র কংস জরাসন্ধ।
মহামানী দুর্য্যোধন অসংখ্য প্রসঙ্গ।।
ধর্ম্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পরীক্ষা নির্ণয়।
অধর্মের চূর্ণ যথা ধর্মের বিজয়।।
গৃহিণী গোপিনী যত কৃষ্ণে বাসে ভাল।
গার্হস্থ্য আশ্রমে তারা কি কার্য করিল।।
কৃষ্ণ গেল নিজ লোকে ধর্ম রাজ্য গড়ি।
পান্ডবের অবসানে কলি এল বেড়ি।।
গার্হস্থ্য আশ্রমে কালি কলি দিল মেখে।
রাজা প্রজা সবে এক চুন-কালি মুখে।।
প্রচ্ছন্ন থাকিয়া সৎ সহে নির্যাতন।
যম কলি গ্রন্থ খন্ডে আছে বিবরণ।।
ঠেকিয়া জীবের দায় নরদেহ ধরে।
শ্রী চৈতন্য রূপে প্রভু এল মায়া পুরে।।
মনে মনে চিন্তে প্রভু পূর্ব পূর্ব বারে।
পাপেরে ধ্বংসিতে শুধু মারিনু পাপীরে।।
#devotional #motivationalvideo #viralvideo #trendingvideo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: