♥️সমাপ্তির _প্রণয়
Автор: Rimi Diary
Загружено: 2025-12-09
Просмотров: 10849
Описание:
#সমাপ্তির_প্রণয়
#দিলশাদ_রওজা
#পর্ব-২৫+২৬
গতানুগতিক নিয়মে চলছে তাদের জীবন। সুখ দুঃখ রাগ অভিমান সব মিলিয়ে ভালোই চলছে সব। এর মাঝে চোখে পড়ার মতো বিষয় হলো রওনাফ ও সিরাতের সম্পর্কের উন্নতি। মুখ ফুটে বলার আগেই দুজন দুজনের প্রয়োজন পূরন করে দেয়। সকালের খাবার তৈরিটা এখন আর সিরাত একা করে না সাথে থাকে রওনাফ। সামনে তার পরিক্ষা এ কারনেই সংসারের সব কাজ দুজন ভাগাভাগি করে নিয়েছে। এ কাজে নাহিলও তার অংশীদার। তাকেও দেওয়া হয়েছে কিছু কাজ। সে তার রুম গুছিয়ে রাখে। ঘুম থেকে উঠে বিছানা গোছানো, পড়ার টেবিল গোছানো, কাপড়ও সে নিজেই গুছিয়ে রাখতে জানে এখন। আপাত দৃষ্টিতে তারা একটা সুখী পরিবার বললেই চলে। শারীরিক দূরত্ব ঘুচেছে সেই কবে তবে মনের দূরত্ব কতটুকু ঘুচেছে তা বলা মুশকিল।
আদর্শ স্বামী স্ত্রীর মতো সংসার করছে তারা। রাতে যখন রওনাফ বাড়ি ফেরে তখন স্ত্রী সন্তানের থাকে ক্ষুদ্র কিছু আবদার। সে আবদার রওনাফ হাসি মুখেই পালন করে।
তেমনই আজও তাদের আবদার ছিলো ফুচকা খাওয়ার। মায়ের দেখা দেখি ছেলেও জুড়েছে সে আবদার। এর পূর্বে সে কখনোই ফুচকা খায় নি। খায়নি বলতে খেতে দেওয়া হয় নি। নাছোড়বান্দা সিরাত আজ পণ করেছে আজ ফুচকা না আনলে সে রওনাফকে ঘরে ঢুকতে দিবে না শীতের রাতে দরজার বাইরে দাড় করিয়ে রাখবে। রওনাফ ধমকেও তাকে নড়াতে পারেনি। তার দেখাদেখও নাহিলও জেদ ধরেছে। তার ধারনা মা যখন এতো করে ফুচকা খেতে চাইছে তার মানে এটা খুবই সুস্বাদু খাবার।
বাধ্য হয়ে হাসপাতালের ডিউটি শেষ করে বাইক নিয়ে বেড়িয়ে পড়ে ফুচকার খোজে। অলিতে গলিতে স্টল। মানুষের চেয়ে খাবারের ভ্যান বেশি মনে হয়। সেখান থেকে বেছে একটা স্টল থেকে ফুচকা প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে তার ফোন বেজে ওঠে। বাইক সাইড করে ফোন বের করতেই দেখে সিরাতের নাম্বার থেকে কল এসেছে। আল্লাহ জানে এখন আবার কী কারনে কল দিচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও ফোন রিসিভ করে।
সিরাত- হ্যালো, শুনতে পারছেন?
রওনাফ- হ্যাঁ বলেন
সিরাত- ফুচকা পেয়েছেন?
রওনাফ- পেয়েছি
সিরাত- কোথায় আছেন এখন? কত সময় লাগবে আসতে?
রওনাফ- রাস্তা তো অনেক তবে আপনি বললে উড়ে উড়ে চলে
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: