অক্সিমিটার ছাড়া কিভাবে বুঝবেন অক্সিজেন স্যাচ্যুরেশন কমে যাচ্ছে। ফিজিওথেরাপীর আলোকে করোনার চিকিৎসা।
Автор: Sports Education Bangladesh
Загружено: 2021-07-26
Просмотров: 5814
Описание:
কিছুদিন ধরে বন্ধুর বাবা কোভিডে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় ছিলেন, আজ (২৫.০৬.২০২১) সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রউজিঊন) । সকলেই তার জন্য দূয়া করবেন। উনি ভালো মানুষ ছিলেন।
সেদিন বিকেলে, আপনাদের জন্য পরবর্তী ভিডিও বানাচ্ছিলাম, আচমকা শুনি এম্বুলেন্সের সাইরেন! আমার শ্বশুর ২০১৯ এ রাজশাহীতে মৃত্যুবরণ করেন তখন এম্বুলেন্স করে তাকে বাসায় নেয়া হয়েছিলো এবং সেই এম্বুলেন্সে আমি ছিলাম। তখন থেকেই এই সাইরেন আমার কাছে খুবই অপছন্দের একটি বিষয়। কোভিড-১৯ এর ছোবলে প্রতিদিন এলাকার প্রিয় মুখগুলি হারিয়ে যাচ্ছে, ফেসবুক খুলে দেখতে পাই বন্ধুর বাবা লুটিয়ে আছে তার কোলে। অসহায় দৃষ্টি নিয়ে। তাই মনস্থির করলাম, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির বাসায় থেকে কিভাবে রিহ্যাবিলিটেশন হওয়া উচিত এটা নিয়ে আলোচনা করলে কেমন হয়??? কিভাবে অক্সিমিটার ছাড়াও আমরা বুঝবো যে একজন ব্যক্তির অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছে? কোন পদ্ধতি অবলম্বন করলে ইন্সট্যান্টলি রোগীর অক্সিজেন লেভেল বৃদ্ধি করা যায়, সেটা নিয়ে আলোচনা করলে কেমন হয়??? তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
জয়েন করুন ফেসবুক পেজেঃ / 1222967544871975
কিভাবে ক্ল্যাপিং করতে হয় সেটা শিখে নিন এই লিংকের ভিডিওতেঃ • Covid 19- Home Exercise Program to improve...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: