কবি জীবনানন্দ দাশ এর বরিশালের পৈতৃক ভিটা, বরিশালের রামসাগর, গুটিয়া জামে মসজিদ দর্শন, চোখ জুড়িয়ে যায়।
Автор: Shafiar Rahman
Загружено: 2021-05-09
Просмотров: 179
Описание:
আধুনিক কবি জীবনানন্দ দাশের জন্ম ১৮৯৯ সালে এবং মৃত্যু ১৯৫৪ সালে। কবির পিতা সত্যানন্দ দাশ এবং মাতা কুসুমকুমারী দাশ ।কুসুমকুমারী দাশ একজন কবি ছিলেন। তার লেখা কবিতা-আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।জীবনানন্দ দাশ বরিশালের পশ্চিম বগুড়া রোডে একটানা (১৮৯৯--১৯১৭) আঠার বছর বাস করেন। কলকাতা ,দিল্লী ঘুরে আবারও বাংলাদেশে ফিরে আসেন।বাগেরহাট পিসি কলেজ,বরিশালের বি এম কলেজে অধ্যাপনা করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় স্বপরিবারে কলকাতায় চলে যান।
দূর্গাসাগর--১৭৮০ সালে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালিন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানি সংকট দূর করার জন্যে একটি দীঘি খনন করেন। দীঘির নাম তার মায়ের নামে নাম রাখেন-দূর্গাদেবী থেকে দূর্গাসাগর।
বাইতুল আমান জামে মসজিদ হয়ে গেল জায়গার নাম অনুসারে গুটিয়া মসজিদ। মসজিদটির নির্মাতা এস সরফুদ্দিন আহমেদ। এখানে প্রায় বিশ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: