লটারি প্রাপ্তি যোগ। লটারি। রাজ যোগ কি।বুধাদিত্য যোগ।ধোনি হবার রাশি।।বড়ো লোক হওয়ার তিন রাশি।রাশি ফল।
Автор: Jotish Debrishi
Загружено: 2021-05-08
Просмотров: 82
Описание:
𝐜𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 : +𝟗𝟏 𝟕𝟒𝟕𝟕𝟖𝟑𝟑𝟖𝟑𝟖
টিভি,পঞ্জিকা ও নিউজ পেপার এর সুনাম যোগ্য তান্ত্রিক জ্যোতিষ দেব ঋষি শাস্ত্রী ,যোগাযোগ
𝐜𝐚𝐥𝐥 / 𝐰𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 / 𝐢𝐦𝐨 = +𝟗𝟏 𝟕𝟒𝟕𝟕𝟖𝟑𝟑𝟖𝟑𝟖
রাজ যোগ কি।বুধাদিত্য যোগ।ধোনি হবার রাশি।রাজা হওয়ার রাশি।বড়ো লোক হওয়ার তিন রাশি।রাশি।রাশি ফল ।লটারি।প্রাপ্তি যোগ।
বুধাদিত্য যোগ কি
জোতিষ শাস্ত্রে যত প্রকার শুভ যোগ আছে তারমধ্যে অন্যতম হলো বুধাদিত্য যোগ
নাম থেকে বোঝাযায় রবি এবং বুধ এই দুই গ্রহের শুভ সঙ্গে সৃষ্টি হয় এই যোগ
সাধারণত এই যোগ থাকা মানে জীবনে উচ্চ শিক্ষা ,কর্মে সাফল্য,প্রতিষ্ঠা এবং সম্পদ লাভ সম্ভব
কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখতে পায় এই যোগ থাকা সত্যেও জাতক বা জাতিকা `প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না কেন এমন হয় এই নিয়ে আজকের আলোচনা
অবশ্যই সম্পূর্ণ ভিডিও টি দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে
ভাব অনুসারে আলাদা আলাদা ফল দেয় এই যোগ
লগ্নে বা ফাস্ট হাউসে যদি থেকে থাকে এই যোগ তাহলে শিক্ষা ক্ষেত্রে উন্নতি ঘটায়,এই যোগ যাদের থাকে সেই সমস্ত জাতক বা জাতিকা বিশেষ ভাগ্যবান হয় এরা মন্ত্রী বা বড়ো অফিসার হয় এরা ম্যাথ এবং ফিজিক্সের টিচার হয় ,এক কথায় এরা সাকসেস পেয়ে থাকে
সেকেন্ড হাউসে এই যোগ দৈহিক বা মানসিক ভোর্সটার স্বীকৃতি পায় তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না
তৃতীয় এই যোগ যাদের থাকে সেই সমস্ত ব্যক্তিরা খুব পরিশ্রমী হয় তাদের মনের দৃয়তা থাকে না ,রাহুর অশুভ যোগ থাকলে এরা অসৎ চরিত্রের হয়
চতুর্থ এ এই যোগ থাকলে তাহলে জাতক বা জাতিকা জায়গা জমি বাড়ি ঘর বন্ধু বান্ধবে সুখী হয় ,শিক্ষা ক্ষেত্রে ও এরা সাফল্য পায়
পঞ্চম ঘরে যদি বুধাদিত্য যোগ হলে চতুর্থ হাউজের ন্যায় সব ফল দেবে শুধু সন্তান ভাগ্য ভালো হয় সন্তান রা সাফল্য পায় জীবনে
ষষ্ঠভাবে এই যোগ থাকলে জাতক জাতিকার কোনো শত্রু থাকে না ,সামাজিক মর্যাদা এরা লাভ করে খুব সহজে
সপ্তম ঘরে বুধাদিত্য যোগ থাকলে জাতক বা জাতিকা ভালো স্বভাব চরিত্রের স্ত্রী বা স্বামী পেয়ে থাকে ,ভালো সন্মানীয় পরিবারে বিবাহ হয় ,এরা অংকে দক্ষ হয় ,জোতিষ চর্চায় আগ্রহী থাকে ,শুক্র শুভভাবে থাকলে জাতক স্ত্রীর সহযোগত পেয়ে থাকে ,শুক্র অশুভ ভাবে থাকলে বিপরীত ফল লাভ হয়
অষ্টম ঘরে এই যোগ থাকলে জাতক এবং জাতিকার পরিবার ও সামাজিক মর্যাদা সম্পন্ন হয় ও দীর্ঘ আয়ু ও সম্পদের মালিক হয়, মঙ্গল অশুভ ভাবে যদি থাকে থামলে এরা ঝগড়াটে টাইপের হয়
সংঘ দোষে এদের চরিত্র খারাপ হয়ে থাকে ,সৈনিক হিসাবে যদি এরা যোগ দেয় তাহলে এদের যুদ্ধ ক্ষেত্রে মৃত্যু হবার সম্ভাবনা থাকে ,
নবম ঘরে এর যোগ হলে জাতক বা জাতিকার পিত দীর্ঘ জীবন লাভ করে ,পরিবার উচ্চ সামাজিক মর্যদা সম্পুন্ন হয় এবং সম্পদ শালী হয়
দশম ভাবে এর যোগ থাকলে রাজা বাদশার মত এদের জীবন যাপন হয়
ইলেভেন্ট হাউসে যদি এর যোগ হয় তাহলে এরা নানা ভাবে অর্থ ,সন্মান ও সম্পদ লাভ করে থাকে
দ্বাদশে বুধাদিত্য যোগ থাকলে দেয় সমস্ত ব্যক্তি রা নিরন্তর উন্নতি হয় নানা দিক থেকে প্রায় তারা উপহার পেয়ে থাকে ,এক্ষেত্রে উল্লেখ যোগ্য বুধাদিত্য যোগে বুধ যদি জিগরি অনুযায়ী রবির পরে থাকে তাহলে সেই বুধ বেশি শক্তি শালী তখন সেই সমস্ত ব্যক্তির মেধার বিকাশ হয় ,ভালো এবং জীবন যুদ্ধে সাফল্য তারা পায়
এই যোগে রবি এবং বুধ ছাড়া তৃতীয় কোনো গ্রহ না থাকায় ভালো ফল দেয়
বুধাদিত্য যোগের উপর কোনো গ্রহের দৃষ্টি আছে নাকি সেটিও এখানে বিচার্য বিষয়
এই শুভ যোগ কতটা সাফল্য দেবে তা জানার জন্য আপনার জন্ম ছকের সম্পূর্ণ বিচার প্রয়োজন
যদি প্রয়োজন ও হয় সঠিক রেমিডিও গ্রহণ করা প্রয়োজন
সেক্ষেত্রে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ প্রয়োজন
Thanks for watching 🙏 #debrishi
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: