বড় সাধ জাগে, Lyrics, original soundtrack by Pratima Banarjee
Автор: A.S Blogg
Загружено: 2021-02-02
Просмотров: 462
Описание:
বড় সাধ জাগে
শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়
কথাঃ পুলক বন্দোপাধ্যায়
সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়
গানের লিরিক্স -
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
বড় সাধ জাগে, একবার তোমায় দেখি
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।।
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি
চোখ তুলে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়।।
আমার এই অন্ধকারে কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম।।
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই এঁকে রঙে রঙে সুরে সুরে, ওরা যদি গান হয়।।
বড় সাধ জাগে, একবার তোমায় দেখি
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।।
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি ।।
চোখ তুলে যতটুকু আলো আসে,
সে আলোয় মন ভরে যায়।।
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।
আমার এই অন্ধকারে
কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম।।
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই এঁকে রঙে রঙে সুরে সুরে,
ওরা যদি গান হয়।
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: