মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিক || গাজীপুর || ঢাকা - ময়মনসিংহ সড়ক যোগাযোগ বন্ধ
Автор: Rudra Barta TV
Загружено: 2025-08-11
Просмотров: 129
Описание:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর থেকে অলিদুর রহমান অলি:
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এতে প্রায় এক ঘন্টা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিকরা জানায়, নগরের ভোগড়া বাইপাস এলাকার রোয়া ফ্যাশনস লিমিটেড কারখানা শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিলে প্রায় এক ঘন্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান এ বিষয়ে বলেন, কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল ১০ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।
###
ইকবাল আহমদ সরকার
গাজীপুর।
১২-০৮-২০২৫
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: