ব্রেস্ট ক্যানসারসহ‘’১৫০টি রোগের মহৌষধ পুষ্টি গুনে সমৃদ্ধ ফল
Автор: newturn24
Загружено: 2024-12-30
Просмотров: 8
Описание:
ব্রেস্ট ক্যানসারসহ‘’১৫০টি রোগের মহৌষধ পুষ্টি গুনে সমৃদ্ধ ফল
যশোরের বেনাপোলে বাণিজ্যিকভাবে আফ্রিকান‘ মরিন্ডা সিট্রিফলিয়ার ফল চাষে সাফল্য
এম এ রহিম, বেনাপোল যশোর :
যশোরের বেনাপোলে বাণিজ্যিক ভাবে আফ্রিকান ফল ‘মরিন্ডা সিট্রিফলিয়ার ফলচাষে সাফল্য পেয়েছেন মোস্তফা ও ইস্রাফিল নামে দুই সফল উদ্যোক্তা। ব্রেস্ট ক্যানসারসহ নানা রোগের ‘মহৌষধ’১৫০টির মত গুনে সমৃদ্ধ এ ফল চাষে প্রশংসা কুড়িয়েছেন তারা। দেখতে আসছে অনেকে। বাড়ছে চাষে আগ্রহ।
যশোরের বেনাপোল পৌর এলাকার মোস্তাফা কামাল ও তার বন্ধ ইস্রাফিল ইন্টারনেট দেখে নারায়নপুর গ্রামে ৬মাস আগে ৮শতক জমিতে লাগান ১৭৮টি বিদেশি ননী ফলের চারা। যশোরের একটি নার্সারি থেকে চারা আনেন তারা। যার বৈজ্ঞানিক নাম ‘মরিন্ডা সিট্রিফলিয়া’ আফ্রিকা অঞ্চলে হয় ফলটি। ভারতেও শুরু হয়েছে চাষ। ৩থেকে ৪মাস পরই শুরু হয় হার্ভেস্ট। ১টি গাছেই ফলে ১৫/২০কেজি ফল। বারো মাস ধরে । তবে ফল হয় আগে ফুল হয় পরে। বাজারে দেড় থেকে দুই হাজার টাকা কেজি দরে বিক্রি হয় ফল। নতুন বিদেশি ফল খেত দেখতে আসছেন অনেক। অধিক লাভের অশায় এই ফল চাষে বাড়ছে আগ্রহ। ফল চাষ ও কাজ করে স্বচ্ছলতা ফিরছে পরিবারে।
অল্প খরচে স্বল্প সময়েই পাওয়া যায় ফল। মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মহৌষধ এই ফলটি। এই ফল চাষে পেয়েছেন সাফল্য। তবে বাজার তৈরীতে সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা চান উদ্যোক্তা মোস্তফা কামাল ও ইস্রাফিল হোসেন ।
এই ফল চাষ হয় লাভবান। দেশের মাটিতে হচ্ছে ভাল ফলন। ফলে আগামীতে চাষ বৃদ্ধিসহ সফলতা দেখছেন চাষিরা।
চাষি শাহজামাল জানান ননি ফল লাভবান চাষ অল্পদিনেই স্বল্প খরচে লাভ হয় বেশি। একবার লাগালেই গাছ থেকে ২০/২৫ বছর পর্যন্ত ভাল ফলন পাওয়া যায়। সংসারে আসে স্বচ্ছলতা৷ এই ফল চাষে বেকারত্ব কমারও আশা করেন তিনি।
ইব্রাহিম হোসেন ও আজিজুর রহমান বলেন দামি ফল দেখতে এসে উদ্বুদ্ধ হয়েছেন । আগামীতে চাষের আশা করেন তারা।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার মন্ডল বলেন ঔষধিগুন সমৃদ্ধ ননী ফল চাষে কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছেন তারা। আগামীতে চাষ বাড়ার আশা করেন তিনি।
৪০০থেকে ৮শ টাকায় বিক্রি হচ্ছে ননী ফলের চারা। আগামীতে এই ঔষধি ফল চাষ বৃদ্ধির আশা করেন কৃষি দফতর সংশ্লিষ্টরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: