রাফয়ে ইয়াদাইন নিয়ে আবু হানিফা রহ এর বিতর্ক
Автор: ইলমের রাহবার
Загружено: 2023-12-12
Просмотров: 97
Описание:
নামাযের তাকবীরে তাহরীমা ছাড়া বাকি কিছু তাকবীরের মধ্যে রাফে ইয়াদাইন করা, না করা উভয়টিই হাদীস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাফে ইয়াদাইন করেছেন, কখনো করেননি। সাহাবা, তাবেয়ীন ও পরবর্তীদের মধ্যে উভয় পদ্ধতিরই অনুসারী ছিলেন। এরই সুত্র ধরে শাফেয়ী, হাম্বলী মাযহাবে রাফে ইয়াদাইনের পদ্ধতি এসেছে। অপরদিকে হানাফী, মালেকী মাযহাবে রাফে ইয়াদাইন না করার মতটি গ্রহণ করা হয়েছে। স্ব স্ব স্থানে উভয় মতই শরীয়ত স্বীকৃত। কেননা দুটোরই উৎস সুন্নাহ। তবে বিভিন্ন আলামতের ভিত্তিতে ইজতিহাদের আলোকে কোনো ফকীহ কোনো একটিকে উত্তম ও অগ্রগণ্য মনে করেন। আর অন্যটিকে মনে করেন বৈধ ও অনুত্তম। আবার অন্য ফকীহ এর বিপরীত মত পোষণ করেন। চার মাজহাবের ক্ষেত্রে এই পার্থক্যটুকু শুধু নফল নিয়ে । অর্থ্যাৎ চার মাজহাবই এ বিষয়ে একমত যে , রফে ইয়াদাইন করা হোক বা না হোক এতে নামাজের কোনো ক্ষতি হবে না । যেহেতু এটা নফল ।
ফিক্বহে হানাফী মতে তাকবীরে তাহরীমা ছাড়া বাকি সময় হাত উঠানো সুন্নাত নয়। এ বক্তব্যটি সহীহ হাদীস এবং সাহাবাদের ফাতওয়া এবং বিজ্ঞ ব্যক্তিদের আমলের সূত্র পরম্পরায় আমাদের পর্যন্ত পৌঁছেছে, তাই এটি আমাদের নিকট উত্তম। সেই সাথে নামাযে অতিরিক্ত নড়াচড়া উত্তম নয় হিসেবেও আমরা তাহরীমা ছাড়া অন্য হাত উঠানোকে সুন্নাত মনে করি না।
রাফয়ে ইয়াদাইন
রাফউল ইয়াদাইন
নামাযের ভিতরে রাফয়ে ইয়াদাইন হাত উঠানোর বিধান কি
নামাজে রাফউল ইয়াদাইন
নাকি ১ রাকাত এ নিয়ে বিতর্ক হচ্ছে
রফউল ইয়াদাইন
রাফ‘উল ইয়াদাইন
রফউল ইয়াদাইন করার নিয়ম
রাফউল ইয়াদাইন সম্পর্কে দলিল
রাফউল ইয়াদাইন না করার হাদিস
রফউল ইয়াদাইন
নামাজে রফে ইয়াদাইন
রউফুল ইয়াদাইন
রফউল ইয়াদাইন করা সুন্নাত
নামাজে রফে ইয়াদাইন না করার দলিল সহ হাদিস
রফউল ইয়াদাইন কি মানসুখ
রফয়ে ইয়াদাইন
রাফিউল ইয়াদাইন
নামাজের মধ্যে রাফিউল ইয়াদাইনের দলীল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: