বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক
Автор: Mirpur Islamic Media
Загружено: 2025-03-26
Просмотров: 1182
Описание:
বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক
গণবিপ্লবের মাধ্যমে ইসলামকে বিজয়ী করতে হবে — আমীরে মজলিস
রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আজ ১৯ মার্চ (বুধবার) বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক Murshid Siddique ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, “গণবিপ্লবের মাধ্যমে ইসলামকে বিজয় করতে হবে। আমাদের পূর্বসূরী দায়িত্বশীলগণ— বিশেষত, সংগঠনের অন্যতম রাহবার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা আমাদের সামনে সুস্পষ্ট দিকনির্দেশনা রেখে গেছেন।”
তিনি আরও বলেন, “রাজনীতি আমাদের দাওয়াতি মাধ্যম, এটি আমাদের লক্ষ্য নয়; বরং ইসলাম প্রতিষ্ঠার জন্য একটি উপলক্ষ মাত্র। যদি কেউ পথকেই গন্তব্য ভেবে বসে থাকে, তবে সে কখনোই প্রকৃত গন্তব্যে পৌঁছাতে পারবে না।”
সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, “সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং শরয়ী বিধানসমূহ যথাযথভাবে পালনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। আমাদের আদর্শিক ও নৈতিক অবস্থানকে সুসংহত রাখতে হবে এবং দায়িত্বশীলদের জীবনাচার ও আচরণে ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। বিশেষ করে, শরয়ী বিধান পালনে শৈথিল্য ও শৃঙ্খলা ভঙ্গের প্রবণতা বন্ধ করতে হবে। সংগঠনের প্রতিটি কর্মীকে আত্মশুদ্ধি ও তাকওয়ার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান শুভ্র জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মকবুল হোসাইন কাসেমী, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব মিজানুর রহমান ভূঁইয়া, জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জনাব আব্দুর রহিম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, মাওলানা শামসুল আলম, মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আব্দুল কাদের সিরাজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাঈদ আহমাদ ও মাওলানা এমদাদুল্লাহ বিন সায়েনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মাদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা নুরুল আলম কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা সোহাইল সাদী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আল আবেদ শাকির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোল্লা খালেদ সাইফুল্লাহ, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মাওলানা শরিফুজ্জামান জসিম, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সাদ।
যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী, ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবদুল আহাদ, ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হোসাইন হাসিব।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: