Tour of Vatican City | পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি | Italy Tour | Bileter Goppo |
Автор: বিলেতের গপ্পো - Bileter Goppo
Загружено: 2023-02-25
Просмотров: 6662
Описание:
বিশ্বের সবচেয়ে ছোট দেশটি এর আয়তন মাত্র ১২২ একর মতন। সবচেয়ে মজার ব্যাপার হলো এটি ইতালির রাজধানী রোমের মধ্যেই অবস্থিত। সেই ১৯২৯ সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে ভ্যাটিকান সিটি রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের প্রধান পোপ কিন্তু এই ভ্যাটিকান সিটিতেই থাকেন এবং তিনি ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান। এর বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস, ২০১৩ সালের ১৩ই মার্চ দায়িত্বভার গ্রহণ করেন।
উত্তর-পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর একটি ত্রিভুজাকৃতির এলাকায়, তিবের নদীর ঠিক পশ্চিমে, ভ্যাটিকান শহর অবস্থিত। দক্ষিণ-পশ্চিমের পিয়াৎসা সান পিয়েত্রো বা সেন্ট পিটার চত্বর বাদে বাকি সবদিকে ভ্যাটিকান শহর বিশাল পাঁচিল দিয়ে ঘেরা, যা তৈরী হয়েছিল মধ্যযুগ ও রেনেসাঁর সময়ে । এই প্রাচীরের ভেতরে আছে উদ্যান, বাহারী দালান ও অন্যান্য নানান চত্বরের সমাবেশ। সবচেয়ে বড় দালানটি হলো সেন্ট পিটারের ব্যাসিলিকা - যা আবার রোমান ক্যাথলিকদের প্রধান গির্জাও বটে । ভ্যাটিকান সিটিতে রয়েছে একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রও আছে কিন্তু, আর আছে একটি বিশাল লাইব্রেরি, যার নাম ভ্যাটিকানা।
টম হাঙ্ক অভিনীত বিখ্যাত হলিউড মুভি এঞ্জেল এন্ড ডেমোন্স সিনেমাটিতে এই ভ্যাটিকান সিটির অনেক জায়গা দেখানো হয়েছে।
আর পাঁচটা দেশের মতন ভ্যাটিকান সিটিরও নিজস্ব সংবিধান, ডাকব্যবস্থা, সীলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক আছে । ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড; এর সদস্যসংখ্যা প্রায় ১০০। ভ্যাটিকান রেডিও নামের সরকারি বেতার স্টেশনও আছে, যার মাধ্যমে সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেওয়া হয়। 2019 সালে আদমশুমারি অনুযায়ী ভ্যাটিকান শহরে জনসংখ্যা ছিল প্রায় ৮১৯ মতন । এখানে স্থায়ীভাবে বসবাস করেন যারা, তারা পোপের দেয়া বিশেষ দায়িত্ব পালন করেন এবং সেটাই একমাত্র উপায় এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য।
ভ্যাটিকান সিটি শেষ পোপ রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এই রাষ্ট্রগুলি স্থাপন করেছিল, যার শাসনকর্তা ছিলেন পোপ। ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর ১৯২৯ সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবী প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে। এর বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস, ২০১৩ সালের ১৩ই মার্চ দায়িত্বভার গ্রহণ করেন।
এইযে জায়গাটি দেখছেন এটি হলো সেন্ট পিটারস ব্যাসিলিকা।
সেন্ট পিটারস ব্যাসিলিকা হলো ক্যাথলিকপন্থী খ্রীষ্টানধর্মীদের পবিত্রতম স্থান।
সেন্ট পিটারস ব্যাসিলিকা, ভ্যাটিকান সিটিতে অবস্থিত রেনেসাঁ শৈলীতে নির্মিত একটি গির্জা ।
বর্তমান গির্জাটি দেখা যাই সেটি প্রাথমিকভাবে পোপ নিকোলাস পঞ্চম এবং পরবর্তীকালে পোপ জুলিয়াস দ্বিতীয় পুরানো গির্জাটির পরিবর্তে পরিকল্পনা করেন। বর্তমান ব্যাসিলিকাটির নির্মাণকাজ ১৮ এপ্রিল ১৫০৬ সালে শুরু হয় এবং ২ নভেম্বর ১৬২৬ সালে শেষ হয়।
ডোনাটো ব্রামান্টে, মাইকেলেঞ্জেলো, কার্লো মাদেরনো এবং জিয়ান লোরেঞ্জো বার্নিনি দ্বারা মূলত ডিজাইন কর। রেনেসাঁ যুগের স্থাপত্য শিল্পের সবচেয়ে বিখ্যাত নিদর্শন হলো এই সেন্ট পিটার্স গির্জা ও স্কোয়ার বা চত্বর এবং অভ্যন্তরীণ পরিমাপ অনুসারে বিশ্বের বৃহত্তম গির্জা। সেন্ট পিটার্স গির্জা ও স্কোয়ার দুটির নামকরণ করা হয়েছে প্রথম পোপ সেন্ট পিটার্সর নামানুসারে।
এই সেন্ট পিটার্স স্কোয়ার হলো সেন্ট পিটার্স গির্জার সামনের অংশটি। এর ঠিক মাঝখানে আছে প্রাচীন ইজিপ্টিয়ান ওবেলিস্ক, এছাড়া দুটি গ্রানাইটর তৈরী ফোয়ারা আছ। এবং দুদিকে সারিবদ্ধভাবে গোলাকার থাম দিয়ে ঘেরা, এগুলিকে কোলোনেডস বলা হয়ে থাকে। এই পুরো চত্বরটিকে দেখে মনে হয় ঠিক যেন Mother অফ চার্চ তার দর্শনার্থীদের হাত বাড়িয়ে আলিঙ্গন করছেন।
পৃথিবী বিখ্যাত এই যে আঁকাটি বা ফ্রেস্কোটি দেখছেন এটা কিন্তু ভ্যাটিকান সিটিতে অবস্থিত সিস্টিন চ্যাপেল-এর সিলিঙে রয়েছে। এই বিশ্বখ্যাত ফ্রেস্কোটি এঁকেছেন বিখ্যাত শিল্পী মাইকেল এঞ্জেলো। এই সিস্টিন চ্যাপেল হলো এপোস্টলিক প্যালেস-এর মধ্যে অবস্থিত একটি চ্যাপেল , যা পোপের বাসস্থানও বটে। এই চ্যাপেলটি নির্মাণ করা হয়েছিল ১৪৭৩ থেকে ১৪৮৩ সালের মধ্যে। সিস্টিন চ্যাপেলের খ্যাতি প্রধানত, চ্যাপেলটির ভিতরে থাকা ফ্রেস্কোগুলির জন্য, বিশেষ করে সিস্টিন চ্যাপেলের সিলিংটি এবং দ্য লাস্ট জাজমেন্ট, উভয়ই হয়তো বিশ্বখ্যাত শিল্পী মাইকেলেঞ্জেলোর কীর্তির শ্রেষ্ট নিদর্শন। এর রূপ ভাষায় বর্ণনা করা একপ্রকার অসম্ভব । তিনি ৪ বছর ধরে এই সিলিং-এর কাজটি সম্পূর্ণ করেছিলেন, ১৫০৮-১৫১২ এর মধ্যে। এছাড়া 15 শতকের শেষের দিকের বেশ কয়েকজন নেতৃস্থানীয় শিল্পী তথা স্যান্ড্রো বোটিসেল্লি, ডোমেনিকো ঘিরল্যান্ডাইও এবং পিয়েত্রো পেরুগিনো দেয়ালগুলিতে ফ্রেস্কো এঁকেছিলেন।
#italyvlog #italy #dailyvlog #bengalivlog #bengali #bangalivlog #bangali #vatican #vatican_city #bangla #westbengal
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: