তোহফা এ রমযান (তাকওয়া অংশ ১), বাংলা গ্রুপ আলোচনা, অংশ ১২
Автор: Fahim Akthar Ullal
Загружено: 2022-04-23
Просмотров: 72
Описание:
তোহফা এ রমযান (তাকওয়া অংশ ১), বাংলা গ্রুপ আলোচনা, অংশ ১২
আব্দুল রাজ্জাক,
ইউসুফ আব্দুল মজিদ,
শহীদুল্লাহ খান মাদানী,
আমিনুল্লাহ মাদানী,
#তাকওয়া
#উপবাস #রোজা
#রমজান #বাংলা
#রমজানবাংলা
#রমজান_বাংলা
#আব্দুল_রাজ্জাক, #আব্দুলরাজ্জাক,
#ইউসুফ_আব্দুল_মজিদ,#ইউসুফআব্দুলমজিদ,
#শহীদুল্লাহ_খান_মাদানী, #শহীদুল্লাহখানমাদানী,
#আমিনুল্লাহ_মাদানী, #আমিনুল্লাহমাদানী,
আল্লাহ্ তাআলা রমজান মাসকে কল্যাণময় করেছেন। এতে অন্যান্য মাস অপেক্ষা অধিক সুফল ও ফজিলত রেখেছেন ।
এই মাসেই কুরআন অবতীর্ণ হয়েছে। এই মাসের শেষ দশকের কোনো এক বিজোড় রাতে হয় শবে-কদর (লায়লাতুল ক্বাদ্র)।
এই রাতে আল্লাহ্ তাআলার ইবাদত অন্য এক হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম।
রমযান মাস শুরু হলেই জান্নাতের দরজাগুলি উম্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি রুদ্ধ করে দেওয়া হয়।
রমযানের প্রত্যেক রাতের শেষাংসে আল্লাহ্ তাআলা ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করেন যে যথানিয়মে সওম পালন করে এবং সর্বধরনের অবাধ্যতা হতে বিরত থাকে।
আবু হুরাইরা (রাঃ) বর্ণনা করছেন, রসূলুল্লাহ্ ﷺবলেন : “রমযানের প্রথম রাতেই শয়তান ও অহংকারী জিনকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজা উম্মুক্ত করা হয় না। আর জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজা বন্ধ করা হয় না। একজন ঘোষণাকারী এ বলে ঘোষণা দিতে থাকেন: হে কল্যাণকামী ! সামনে অগ্রসর হও। হে অনিষ্টকামী ! ক্ষান্ত হও। আল্লাহ্ তাআলা মানুষকে জাহান্নাম হতে মুক্তি দেন আর এমনটা প্রত্যেক রাত্রেই হয়”। (তিরমিযি : ৬৮২; ইবনে মাজাহ্ : ১৬৪২; সুনানে নাসায়ি : ৩/২১০৯; সহিহুল জামি’ : ৭৫৯
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: