বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে, বারবেলা, আমার বাংলা
Автор: আমার বাংলা নেট - সেট
Загружено: 2020-04-30
Просмотров: 117
Описание:
নোবেল প্রাপ্তির প্রথম দশ দিনের মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত লিখিত অভিনন্দন পত্রে ছিল - "যিনি বিশেষভাবে বাঙালির জাতীয় কবি হইয়াও সার্বভৌমিক গুণিগণের গণনায় জগতের কবি সভায় সম্মানের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত হইয়াছেন।"
নোবেল প্রাপ্তির পরসত্যিই রবীন্দ্রনাথ বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে যান । কিন্তু শুধুমাত্র song offerings এর ওপর ভর করে। তারপর গুটি কতক সাহিত্য অনুদিত হলেও সমগ্র রবীন্দ্রনাথ বিশ্ববাসীর কাছে আজও অধরা।
আমাদের যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা গর্ব করি বিশ্বকবি বলে, অথচ তাকে আমরাই বিশ্ববাসীর কাছে সম্যক পরিচিত হতে দিইনি।
রবীন্দ্রনাথকে , ব্যক্তি রবীন্দ্রনাথকে, কবি রবীন্দ্রনাথকে, মননশীল রবীন্দ্রনাথকে জানার একমখত্র উপায় হতে পারে তার সমগ্র রচনাবলীর অনুবাদ। অথচ সার্ধশভবর্ষ পরেও সেই কাজ সম্পূর্ণ করতে অক্ষম রবীন্দ্রনাথের বাঙালি। তাই প্রশ্ন থেকেই যায় আমাদের বিশ্বকবি কতটা বিশ্ববাসীর ?
#barbela #amar_bangla
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: