হরিনারায়ণপুর ইউনিয়নে দেড়শত বছরের ৩টি ভবন ঝুঁকি পূর্ণ, যে কোন মূহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা rk news24
Автор: RK News24
Загружено: 2021-03-31
Просмотров: 732
Описание:
কুষ্টিয়া সদর হরিনারায়ণপুর একটি ইতিহাস ঐতিহ্যময় স্থান। এখানে হাজার বছরের কৃষ্টি কালছার জড়িয়ে আছে। যা আজও বহন করে আসছে আগামী প্রজন্মের জন্য । ইতিহাসের পাতাই সাক্ষী হয়ে থাকা এমন কয়েকটি পুরাকীর্তি ভবনের কথায় আপনাদের সামনে তুলে ধরবো। বলবো পুরাকীর্তি ভবনের নানা কথা। বলছিলাম, অত্র ইউনিয়নের শিবপুর গ্রামের বেজো বল্লব শাহ এবং বাবু যুগল কিশোর শাহ বাড়ির ভবনের কথা। দুটি ভবনের সার্ধশত ভবনের কথাটি লোকমুখে শুনার পর আমি ও আমার ক্যামেরা ম্যান মাজাহারুল ইসলাম কে সাথ নিয়ে ঐতিহ্যবাহী পুরাতন ভবন গুলো দেখতে আর কে নিউজের ক্যামেরা নিয়ে যায়। এদের মধ্যে কথা বলি--------
দর্শকদের উদ্দেশ্যে বলিঃ-
সুপ্রিয় দর্শক আর কে নিউজের পক্ষ থেকে আপনাকে জানাই সু-স্বাগতম। আশা করি ভালো আছেন। আমরা জানি এবং বিশ্বাস করি rk news24 চ্যানেলটি নিজে দেখেন এবং অন্যকে দেখার সুযোগও করে দেন। এজন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। তবে আপনাকে সবিনয়ে একটা কথা বলি চ্যানেলটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক,শিয়ার ও সাবস্ক্রাইব করবেন। সেই আপনার মহামূল্যবান মন্তব্য লিখে আমাদের পথ চলতে সহযোগিতা করবেন। যে ভাবে সাবস্ক্রাইব করবেন, প্রথমে ইউটিউব চ্যানেলে ঢুকবেন এরপর rk news24 লিখলে চ্যানেলটি চলে আসবে এরপর লাইক,শিয়ার ও সাবস্ক্রাইব কথা লেখা উঠলে বেল আইকনে চাপ দিবেন। সেই সাথে আপনার কোন মতামত বা আপনার আশেপাশে নতুন কোন ঘটনার তথ্য-উপাত্ত এমনকি প্রতিভা সম্পন্ন ব্যক্তি যদি জানা থাকে তবে লেখা পাঠাতে পারেন। কারণ আপনার মূল্যবান পরামর্শ আমাদের পথ চলতে সহযোগিতা করবে। লেখা পাঠাতে ই-মেইল করুন [email protected] অথবা যোগাযোগ করুন-প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিক। মোবাইল নাম্বর :-01911-185112
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: