ঐতিহ্যবাহী গরুর হাট | শ্রীমঙ্গলের সাগর দিঘীর পাড়ে দেশি গরুর জমজমাট বাজার | Moulvibazar
Автор: Alo Somoy
Загружено: 2025-10-21
Просмотров: 84
Описание:
ঐতিহ্যবাহী গরুর হাট — শ্রীমঙ্গলের সাগর দিঘীর পাড়
সোমবার মানেই শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্র সাগর দিঘীর পাড়ে জমে ওঠে ঐতিহ্যবাহী গরুর হাট।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই বাজারের বেচাকেনা। আর এখানকার বিশেষত্ব—এটা শুধুই দেশি গরুর হাট।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ছাড়াও কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতারা ছুটে আসেন এই হাটে।
কেউ কিনতে, কেউ বা বিক্রি করতে।
গরুর স্বাস্থ্যের প্রতি নজর, ওজন দেখা আর দরদাম এই তিন ধাপেই জমে ওঠে আসল লেনদেন।
ভিড় জমে বিকেল থেকেই। গরুপ্রেমীদের উচ্ছ্বাস যেন অন্যরকম এক উৎসবের আমেজ তৈরি করে হাটজুড়ে।
এই বাজারের প্রতি মানুষের এত আগ্রহের কারণ—এখানে দেশি জাতের গরু পাওয়া যায় তুলনামূলক ভালো দামে।
এবং যাঁরা বছরজুড়ে গরু পালন করেন, তাঁদের জন্য এই হাট হলো একটি বড় উৎসব।
প্রযুক্তির এই যুগেও গরুর হাটের এমন ঐতিহ্য এখনো টিকে আছে মানুষের প্রাণের টানে।
এ যেন কেবল হাট নয়—এটা মানুষের জীবন ও জীবিকার গল্প।
শ্রীমঙ্গলের সাগর দিঘীর পাড়ের এই গরুর হাট কেবল একটি বাজার নয়—এটি মৌলভীবাজারের একটি সংস্কৃতি, একটি ঐতিহ্যের নাম।
#ঐতিহ্যবাহী #গরুর #হাট #শ্রীমঙ্গলের #সাগরদিঘীরপাড় #Moulvibazar #Alosomoy
#গরুরহাট #শ্রীমঙ্গল #সাগরদিঘী #ঐতিহ্য #দেশিগরু
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: