শরীরের অজানা সত্য যা আপনাকে চমকে দেবে!
Автор: তথ্যবাজ | TotthaBuzz
Загружено: 2025-11-08
Просмотров: 3
Описание:
তথ্যবাজ | TotthaBuzz ,এ আপনাদের স্বাগতম! জানুন শরীরের অজানা সত্য এবং চমক কোনটা! #shorts #gkbangla #viralshorts.
আপনার জ্ঞান পরীক্ষা করুন।
এই ভিডিওতে আমরা আলোচনা করেছি মানুষের শরীর এবং প্রাণীজগতের কিছু অসাধারণ ও বিস্ময়কর তথ্য নিয়ে। আমাদের চারপাশে এত কিছু ঘটছে যার অনেকটাই আমরা জানি না। বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন রহস্য উন্মোচন করছে, আর আমরা সেই অবাক করা সত্যগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরি।
প্রশ্ন: মানুষের শরীরে কোন অঙ্গটি কখনো বিশ্রাম নেয় না?
উত্তর: হৃদপিণ্ড।
মানুষ জীবিত থাকা অবস্থায় হৃদপিণ্ড কখনো থামে না। এটি এক মিনিটে গড়ে ৬০ থেকে ১০০ বার স্পন্দিত হয় এবং সারা শরীরে রক্ত সরবরাহ করে। ঘুমের মধ্যেও এটি কাজ করতে থাকে। তাই হৃদপিণ্ডকে বলা হয় আমাদের শরীরের সর্বদা সক্রিয় ইঞ্জিন।
প্রশ্ন: মানুষের শরীরের কোন অংশে সবচেয়ে কম ঘাম গ্রন্থি থাকে?
উত্তর: ঠোঁট।
আমাদের ঠোঁটে ঘাম গ্রন্থি নেই বললেই চলে। তাই ঠোঁট সহজেই শুকিয়ে যায় এবং আর্দ্রতা হারায়। এজন্য ঠোঁটের যত্ন নিতে হয় আলাদা ভাবে।
প্রশ্ন: কোন প্রাণী নিজের ওজনের চেয়ে ৫০ গুণ বেশি ওজন তুলতে পারে?
উত্তর: পিঁপড়া।
পিঁপড়া আকারে ছোট হলেও অবিশ্বাস্য রকম শক্তিশালী। নিজ দেহের ওজনের ৫০ গুণ পর্যন্ত ভার উত্তোলন করতে পারে। অর্থাৎ একজন মানুষ যদি পিঁপড়ার মতো শক্তিশালী হতো তবে সে একটি গাড়ি সহজেই উঠিয়ে ফেলতে পারত।
প্রশ্ন: কোন প্রাণীর হৃদস্পন্দন সবচেয়ে ধীর?
উত্তর: তিমি (Blue Whale)।
সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েলের হৃদস্পন্দন খুবই ধীর। কখনো কখনো প্রতি মিনিটে মাত্র ২ বার স্পন্দিত হয়। এই ধীর হৃদস্পন্দন তার বিশাল দেহকে শক্তি সঞ্চয়ে সহায়তা করে।
এই ধরনের তথ্য আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। মানুষ, প্রাণী ও প্রকৃতি - তিনটি বিষয়ই একে অপরের সাথে যুক্ত। পৃথিবীকে জানতে এবং নিজের জ্ঞান বাড়াতে এই তথ্যগুলো জানা খুবই প্রয়োজনীয়।
আমাদের চ্যানেল *TotthaBuzz* নিয়মিতভাবে এমন সব তথ্য, রহস্য, বিজ্ঞান, ইতিহাস এবং অজানা সত্য নিয়ে ভিডিও প্রকাশ করে থাকে।
আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই Like, Comment এবং Share করবেন।
যারা নতুন আছেন তারা চ্যানেলটি Subscribe করে Notification Bell On করে রাখুন 🔔
ধন্যবাদ TotthaBuzz পরিবারের সকলকে ❤️
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: