সীরাহ ৫১ | খাইবারের যুদ্ধের পর সাফিয়া (রাঃ) এর সাথে বিয়ে | রাসূলের জীবনী (সঃ) - ইয়াসির কাদি
Автор: Quran - Healer of Hearts
Загружено: 2021-02-08
Просмотров: 12568
Описание:
#খাইবারের_যুদ্ধ #রাসুল_এর_স্ত্রী #সাফিয়া
মদিনায় পৌছার আগের রাতে তিনি সাফিয়ার কাছে এসে খুবই কঠোর ভাষায় জিজ্ঞেস করলেন - তোমার পিতা হুয়াই আমার বিরুদ্ধে ইহুদীদের মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করেছে এবং আল্লাহর নির্দেশে খাইবারে তাকে হত্যা করা হয়েছে। রাসূল (সঃ) আসলে সাফিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করার আগে তাকে পরীক্ষা করতে চাচ্ছিলেন। তিনি দেখতে চাচ্ছিলেন যে, তাঁর বাবার মত সেও তাকে ঘৃণা করে কিনা! সাফিয়া উত্তরে বলেছিলেন - ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ কি কুরআনে বলেন নি? وَلَا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ ۚ আর কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। [সূরা ফাতির - ১৮] আমার বাবা আপনার শত্রু ছিল, তাঁর মানে এই না যে আমিও আপনার শত্রু।
এরপর রাসূল (সঃ) সাফিয়াকে পরীক্ষা করার জন্য আবারো জিজ্ঞেস করলেন- তুমি যদি ইসলাম গ্রহণ কর, তাহলে আমি তোমাকে দাসী হিসেবে আমার কাছে রেখে দিব আর তুমি যদি ইহুদী থাকতে চাও, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব এবং তুমি খাইবারে তোমার লোকেদের কাছে ফিরে যেতে পারবে। সাফিয়া (রাঃ) এবার উত্তরে বললেন - ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে ইসলামের দাওয়াত দেবার আগে থেকেই ইসলামের প্রতি আমার দুর্বলতা তৈরি হয়েছিল। আমি অলরেডি আপনাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়েছি আর খাইবারে ইহুদী হয়ে ফিরে যাবার কোন ইচ্ছাই আমার নেই। খাইবারে ফিরে যাওয়ার চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার কাছে বেশি প্রিয় ইয়া রাসুলাল্লাহ (সঃ)!
ফেসবুকঃ / hearthealingquran
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: