ভূমিদস্যুদের শাস্তির দাবীতে ভূমিহীনদের মানববন্ধন / vumidosoder vumihinder bikhob / TVnews Gaibandha
Автор: TVnews Gaibandha
Загружено: 2025-05-12
Просмотров: 38
Описание:
গাইবান্ধার সুন্দরগঞ্জের ভাটি বোচাগাড়ী মৌজার সরকারী সাড়ে ৩৭ একর জমি ভুয়া কাগজ দিয়ে রেকর্ড তৈরি করার পায়তারা করার প্রতিবাদে ও ভূমিদস্যুদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চরাঞ্চলের ভূমিহীন পরিবারের সদস্যরা ।
আজ দুপুরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ভাটি বোচাগাড়ীর চরে অনুষ্ঠিত মানববন্ধনে মোঃ জুরন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ জবান আলী, মোহ শাহজাহান আলী, মোঃ আক্তার হোসেন প্রমুখ।এসময় বক্তারা বলেন, সুরুজ্জামান ও তার সহযোগীরা সকলেই ভূমিদস্যু।
তারা বিগত সময় ক্ষমতার অপব্যবহার করে ভুয়া কাগজ তৈরি করে সরকারী জমি তাদের নামে রেকর্ড করে নেওয়ার পায়তারা করছেন।
তাই সুরুজ্জামান ও তার সহযোগীদের সরকারী সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: