BCS hot Topic -বাংলাদেশের ব-দ্বীপ প্রকল্প | Delta plan 2100 Bangladesh | Bcs preparation|viral vedio
Автор: Time Of BCS Education
Загружено: 2024-07-11
Просмотров: 593
Описание:
BCS hot Topic -বাংলাদেশের ব-দ্বীপ প্রকল্প | Delta plan 2100 Bangladesh | Bcs preparation|viral vedio
বাংলাদেশের ব দ্বীপ প্রকল্প | Delta plan 2100 Bangladesh
বর্তমান সরকারের যে কয়টি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে তার মধ্যে “ডেল্টা প্লান বা ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ অন্যতম। এবং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ বন্যা, নদীভাঙন, খরা, জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, ভূমিক্ষয় এদেশের নিয়মিত ঘটনা।
এক হিসাবে দেখা গেছে নদীভাঙনের ফলে প্রতিবছর ৫০ থেকে ৬০ হাজার পরিবার গৃহহীন হয়। ঘটে ব্যাপক ফসলহানি
এর সঙ্গে রয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুকি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। দক্ষিনাঞ্চলে কৃষি জমি লবণাক্ত হয়ে পড়ছে। বাড়ছে মিঠা পানির সল্পতা। একই কারনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাও দেশের জন্য বড় চ্যালেঞ্জ।
এ বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের ঝুকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দেশকে কীভাবে এগিয়ে নেয়া যায় তার সমন্বিত পরিকল্পনা হচ্ছে ডেল্টা প্লান বা #Delta_plan
ডেল্টা প্লানের প্রধান লক্ষ্য হলো তিনটি- খাদ্য নিরাপত্তা, বিশুদ্ধ পানির নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন। এই তিনটি লক্ষ্যকে কেন্দ্র করে আরো ৬ টি লক্ষ্য নির্ধারন করা হয়েছে। এগুলো হলোঃ
১। বন্যা এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ থেকে নিরাপত্তা নিশ্চিত করা
২। বিশুদ্ধ পানির নিরাপত্তা এবং পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করা
৩। নদীর বর্ধিত অংশ ও নদীর মোহনার টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা
৪। জলাভূমি এবং বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং এগুলোর উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা
৫। অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত জলসম্পদ ব্যবস্থাপনার জন্য কার্যকর প্রতিষ্ঠান এবং ন্যায়সঙ্গত প্রসাশন গড়ে তোলা
এবং
৬। জমি ও জলজ সম্পদের সর্বোত্তম ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
ব দ্বীপ পরিকল্পনার প্রধান আউট কাম কি হতে পারে
১। ২১০০ সাল নাগাদ বাংলাদেশকে কোথায় দেখতে চাই তা #ব-দ্বীপ পরিকল্পনায় বলা হয়েছে। পৃথিবীতে এত দীর্ঘ সময়ের পরিকল্পনা আর কোন দেশ করেনি।
২। নেদারল্যান্ডস এর নিজ ডেলটা পরিকল্পনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনা করা হয়েছে।
#নেদারল্যান্ডস (Netherlands) এ পর্যন্ত ৬ হাজার বর্গ কিলোমিটার নতুন ভূমি পেয়েছে। বাংলাদেশও নদীবাহিত পলি দিয়ে গঠিত এমন ভূমি পেতে পারে।
৩। ব-দ্বীপ পরিকল্পনার বাস্তবায়ন শুরু হলে ২০৩০ সালের মধ্যেই #জিডিপিতে ১.৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে
৪। বাংলাদেশ একটি ক্ষুদ্র ভূ-খন্ড হলেও এর বিভিন্ন অংশের রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। এ বিষয়টিকে মাথায় রেখে সমগ্র দেশকে ৬টি আলাদা হটস্পটে ভাগ করা হয়েছে। যা এ প্রকল্পপকে আরো বেশি ইফেক্টিভ করে তুলবে।
৫। ডেলটা পরিকল্পনায় বৃহৎ পরিসরে তিনটি লক্ষ্য নির্ধারন করা হয়েছে
২০৩০ সাল নাগাদ চরম দারিদ্র্য দূর করা
২০৩০ সাল নাগাদ উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিনত হওয়া
২০৪১ সাল নাগাদ সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন করা
#delta_project
#ডেলটা_পরিকল্পনা
#Delta_plan_Bangladesh
#bcs_geography_written_question
#delta_project_2023
#ডেল্টা_প্লান_২১০০
Delta Plan 2100 Hotspot
#Deltaplan
Please Do Subscribe to my channel.
#viralvideo
#viralshorts
#আন্তর্জাতিক_বিষয়াবলী
#viralvideo
#viralvideos
#ভাইরাল_ভিডিও
#bcs
#history
#gk
#bcsmathematicspreparation
#bcspreparation
#bcspreli
#bcs_exam_preparation
#bcs_exclusive_written_tips
#bcs_preliminary_exclusive_tips
#bcs_general_knowledge
#bcscrazyworld
#bcs_english
#bcs_math_solution
#47th_bcs_preliminary
#upsc
#bcs_exclusive_written_tips
#bcs_job_solutions
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: