সূরা ইয়াসিন তাফসীর । মুফতি আমির হামজা । Amir hamza waz । নতুন ওয়াজ 2023
Автор: Al Badee
Загружено: 2023-05-19
Просмотров: 28
Описание:
মুফতি আমির হামজার সুরা ইয়াসিন নিয়ে বিশ্লেষণধর্মী তাফসীর || অসাধরণ তথ্য ও বাস্তবধর্মী উদাহরণ || আল বাদি নিবেদিত
New bangla waz by mufti amir hamza || amir hamza || Al Badee presents.
পবিত্র কোরআনুল কারিমে মোট ১১৪টি সুরা রয়েছে। সুরা ইয়াসিন সেগুলোর মধ্যে অন্যতম। কোরআনে সুরার ধারাবাহিক ক্রমানুসারে এটি ৩৬ নম্বর সুরা। কোরআনে কিছু সুরার ফজিলত অন্যগুলোর চেয়ে বেশি। হাদিসের মাধ্যমে সেগুলোর ফজিলত প্রমাণিত। সুরা ইয়াসিনও সেই সুরাগুলোর মধ্যে অন্যতম।
আল্লাহর রাসুল (সা.) হাদিসে বলেন, ‘প্রত্যেক বস্তুর একটি হৃদয় রয়েছে, আর কোরআনে হৃদয় হচ্ছে- ইয়াসিন। যে ব্যক্তি ইয়াসিন পড়বে আল্লাহ তার আমলনামায় দশবার পূর্ণ কোরআন পড়ার নেকি দান করবেন।’ (তিরমিজি, হাদিস : ২৮৮৭)
আতা বিন আবি রাবাহ (রা.) বর্ণনা করেন, আমি শুনেছি যে- রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সব হাজত (প্রয়োজন) পূর্ণ করা হবে।’ (ফাজায়েলে আমাল : ০১/৫২)
অন্য হাদিসে ইয়াহইয়া ইবনে কাসির (রহ.) বলেন, ‘যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে-স্বস্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে।’ (আহকামুল কোরআন লিল-কুরতুবি : ২/১৫)
আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার ওই রাতের সব গোনাহ মাফ করে দেবেন।’ (ইবনুস সিন্নি, আমালুল ইয়াওম ওয়াল লাইলাহ : ৪৭)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: