কালো আয়নার রহস্য: পরিত্যক্ত রাজবাড়ির অভিশাপ
Автор: রহস্যপঞ্জি
Загружено: 2025-08-16
Просмотров: 165
Описание:
বর্ষার শেষে বন্ধুদের আড্ডায় উঠে এলো এক রহস্যময় রাজবাড়ির গল্প। যেখানে জমিদার পরিবার এক রাতে উধাও হয়ে গিয়েছিল। জনশ্রুতি আছে, সেই রাজবাড়ির দোতলার এক ঘরে আছে একটি কালো আয়না, যার সামনে দাঁড়ালে নাকি মানুষ অদৃশ্য হয়ে যায়। যুক্তিবাদী মন সব কিছুকে অবিশ্বাস করতে চাইলেও অ্যাডভেঞ্চারের নেশায় আমরা চার বন্ধু বেরিয়ে পড়লাম সেই পরিত্যক্ত রাজবাড়ির খোঁজে।
শহরের কোলাহল ছেড়ে, সবুজ ধানক্ষেত আর কাঁচা রাস্তা পেরিয়ে আমরা যখন রাজবাড়ির কাছাকাছি পৌঁছলাম, তখন চারপাশের নিস্তব্ধতা আর গ্রামের বয়স্ক লোকের সতর্কবাণী আমাদের মনে ভয়ের জন্ম দিলো। কিন্তু কৌতূহল ছিল তার চেয়েও বেশি। শেষ পর্যন্ত আমরা সেই বাড়িতে ঢুকলাম। প্রতিটি সিঁড়ির ধাপ যেন কোনো অজানা আর্তনাদ করছে, প্রতিটি ঘরের ভেতর লুকিয়ে আছে কোনো না কোনো রহস্য। ভাঙা ঘোড়ার নড়ে ওঠা আর মুখবিহীন ছবির ভয়াবহতা কাঁপিয়ে তুলছিল আমাদের।
কিন্তু আসল আতঙ্ক অপেক্ষা করছিল দোতলার সেই রহস্যময় ঘরের ভেতরে। অবশেষে আমরা মুখোমুখি হলাম সেই কালো আয়নার... যার সামনে দাঁড়িয়ে আমরা কি সত্যিই অদৃশ্য হয়ে যাবো, নাকি কোনো ভয়ংকর সত্য অপেক্ষা করছে আমাদের জন্য?
এই গল্পটি শুনতে শুনতে আপনিও কি আমাদের সাথে সেই রাজবাড়ির রহস্যের গভীরে প্রবেশ করতে প্রস্তুত? তাহলে হেডফোন লাগিয়ে নিন, কারণ এরপর কী ঘটবে, তা আপনার কল্পনাকেও হার মানাবে।
#কালোআয়নাররহস্য #ভৌতিকগল্প #রহস্য #রাজবাড়ি #হরর #বাংলাগল্প #ভৌতিক #GhostStory #HorrorStory #BanglaHorror #HauntedHouse #AbandonedBuilding
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: