বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কতৃক ২২ জুলাই ২০২৫ প্রার্থনা, সুত্রপাঠ, পূণ্যপত্তিদান ও শোকসভা।
Автор: Deva Priya Barua
Загружено: 2025-07-24
Просмотров: 3
Описание:
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কতৃক আজ ২২ জুলাই ২০২৫ ধর্মরাজিক মহাবিহারস্হ প্রার্থনা হলে সন্ধ্যে ৭ টায় সমবেত প্রার্থনা, সুত্রপাঠ, পূণ্যপত্তিদান ও শোকসভা অনুষ্ঠিত হয়। গতকাল ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ক্লাশ চলাকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত এক মিগ বোমারু বিমান হঠাৎ দূর্ঘটনা কবলিত হয়ে স্কুল ভবনে ভেঙে পড়ে। সরকারীভাবে প্রায় ২০ জন ছাত্র ও শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারী আহত ও নিহত হয়েছে বলে জানানো হয়েছে। দূর্ঘটনার বিহ্ববলতায় সারাদেশ ও জাতি আচ্ছন্ন, শোকাভিভূত ও সংক্ষুব্ধ।
আজ সরকার জাতীয় শোক পালন করছে। তারই আলোকে প্রথমে ধর্মরাজিক মহাবিহারের উপ-বিহারাধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাথেরোর পরিচালনায় সমবেত প্রার্থনা, সূত্রপাঠ ও পূণ্যপত্তিদান অনুষ্ঠিত হয়।
পরে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো শারীরিক অসুস্থ থাকায় শোকসভায় সভাপতিত্ব করেন সংঘের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবপ্রিয় বড়ুয়া। অন্যতম সহ-সভাপতি ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষু'র স্বাগত ভাষণ ও সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব স্হপতি বিশ্বজিত বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সচিব জয়দত্ত বড়ুয়া। সভায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার উপদেষ্টা শিক্ষিকা গৌরী বড়ুয়া ও ধর্মরাজিক অনাথালয়ের আবাসিক ছাত্র ও ধর্মরাজিক স্কুল ও কলেজের আবাসিক ছাত্ররা যোগদান করে।
পরে শোকসভার সভাপতি ও প্রচার সংঘের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবপ্রিয় বড়ুয়া তাঁর ভাষণে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে উপস্হিত সকলকে শোক সভায় অংশগ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার ইতি টানেন। উল্লেখ্য আজকের অনুষ্ঠান সুসম্পন্ন হয় সংঘের সহ-সভাপতি ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষু'র সার্বিক তত্বাবধানে।
জুলাই ২২, ২০২৫, মঙ্গলবার।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: