জননেত্রী শেখ হাসিনার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন ভারতের মন্ত্রীরা
Автор: Folk Studio
Загружено: 2025-07-06
Просмотров: 29094
Описание:
#জননেত্রী_শেখ_হাসিনা #sheikhhasina #sheikh_hasina #ভাইরাল #please_subscribe_my_channel #shorts #shortvideo #short #shortsfeed #shortsvideo #shortsviral #shots #shortvideos #shortfeed #dryunus #bangladesh #narendramodi #india #pakistan #america
শেখ হাসিনার বড় পরিচয় তিনি একজন রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। এই পরিচয়ের বাইরেও তিনি একজন লেখক। তার লেখক সত্তার পরিচয় আমরা সবাই জানি।
শেখ হাসিনা দীর্ঘ জীবনে তার চিন্তা-চেতনা ও রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটিয়ে চলেছেন। লেখার মাধ্যমেও যা প্রকাশিত। তবে তা শুধু রাজনৈতিক ভাবনাই নয়, তার সাহিত্যমূল্যও আছে। তার পরিশীলিত গদ্যে রয়েছে শিল্পের অনুপম ছোঁয়া। রয়েছে চিন্তার গভীরতা। জীবনের যেকোনো অনুষঙ্গ তার কলমের জাদুতে ফুটে ওঠে। সেইসঙ্গে পাওয়া যায় তার অপূর্ব দেখার ক্ষমতাও।
শেখ হাসিনা হয়তো ভাবেননি লিখবেন কিংবা রাষ্ট্র চালাবেন। সেকথা তিনি তার বইয়ের ভূমিকায়ও লিখেছেন। তবে লেখক ও রাষ্ট্র পরিচালক শেখ হাসিনার হঠাৎ করেই আবির্ভাব ঘটেনি। তাদের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ছিল শিল্প-সাহিত্য ও রাজনীতির সাইনবোর্ডহীন পাঠশালা। যেখানে বাস করতেন শেখ হাসিনা।
#StepDownYounus বাংলাদেশের ৯০% মানুষের শেখ হাসিনা তেই আস্থা-শেখ হাসিনাকেই ভরসা করে ভালোবাসে বিশ্বাস করে-শেখ হাসিনা শেখ পরিবার সহ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা মিথ্যা গুজব অপপ্রচার ভিত্তিহীন উদ্ভট মন্তব্যে- মিথ্যা একের পর এক মামলা হামলা ষড়যন্ত্র অপপ্রচারের মধ্য দিয়েও দেখা যাচ্ছে--৭৫এর পর বাংলাদেশে এখনও আওয়ামীলীগ দেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা এখনোও সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল -যতই দিন যাচ্ছে দেশরত্ন শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বাংলাদেশের ৯০% মানুষ এখনো দেশ মাতৃভক্ত দেশরত্ন শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারকে ই চায় শেখ হাসিনা তেই আস্থা -শেখ হাসিনাকেই বিশ্বাস করে শেখ হাসিনাকেই ভরসা করে এবং ভালোবাসে-দেশের মানুষের মুখে আলোচনায় পাড়া মহল্লায় হাটে-ঘাটে মাঠে পাহাড়-পর্বত সমতলে সকলের মুখে এখন আমরা আগেই ভালো ছিলাম-রাষ্ট্র পরিচালনায় দেশরত্ন শেখ হাসিনার হাতেই দেশের সকল ধর্ম বর্ণের সকল শ্রেণী পেশার মানুষ ভালো থাকে শান্তিতে স্বস্তিতে নিরাপদে থাকে-জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমগ্র বাংলাদেশে-দাবিয়ে রাখতে পারবা না -১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস -জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান
এ কোন বাংলাদেশ!!!
প্রতিদিনের সংবাদপত্র, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে সংবাদ ও মতামত পাই তাতে আমার কাছে অবাক লাগে আমরা কি কোন সভ্য দেশে বসবাস করছি? আমাদের তথাকথিত ন্যায়নীতি বোধ কি আমরা আমাদের সিন্দুকে ভরে রেখেছি?
প্রথমে আসি আমাদের তথাকথিত জুলাই/আগস্টের বিপ্লবীদের কথায়। এরা নাকি বিপ্লব করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে! কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কারা?
এদের মধ্যে অনেকের অতীত হচ্ছে তারা ছাত্রলীগের সদস্য ছিল। তাহলে কি এরা ধোঁকাবাজ নয়? কারন আপনি যেটা বিশ্বাস করেন না বা যাদের রাজনীতি আপনি ঘৃণা করেন তাদের সঙ্গে আপনি যদি থাকেন তাহলে মীর জাফরের সঙ্গে আপনার পার্থক্য কোথায়? খৃষ্টান ধর্মের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে “জুডাস”। জুডাস যীশু খৃষ্টের ১২ জন অনুসারী হয়ে তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন পৃথিবীর অন্যতম ঘৃণিত ব্যক্তিদের অন্যতম। তাহলে এই বিপ্লবীদের মধ্যে যারা ছাত্রলীগের সদস্য ছিল এরা কি বাংলাদেশের ইতিহাসের “জুডাস” নয়?? পৃথিবীর ইতিহাসে বহু যুদ্ধ হয়েছে, সংঘাত হয়েছে, প্রতিবাদ হয়েছে, বিপ্লব হয়েছে। কিন্তু সব সংঘাতই হয়েছে প্রকাশ্যে। আর যারা পিছন থেকে ছুরি মারে, যারা বন্ধুর বেশে শত্রুর পক্ষ নেয়, যারা শপথ নেয় আমি আপনার পাশে থাকব বিপদে আপদে, কিন্তু প্রয়োজনের সময় তার বিপরীত কাজ করে; তারা আর যাই হোক ইতিহাসের পাতায় কখনো নায়ক হতে পারবে না। তাদের অবশ্যই বেইমানের তালিকায় স্থান নিতে হবে। আমরাও অপেক্ষায় থাকলাম তারা কবে ইতিহাসের পাতায় যথাযথ স্থান নেবেন।
জননেত্রী শেখ হাসিনার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন ভারতের মন্ত্রীরা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: