দৃষ্টিনন্দন - আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, বেলকুচি, সিরাজগঞ্জ
Автор: Toukir Rahman
Загружено: 2025-05-04
Просмотров: 39
Описание:
আল -আমান বাহেলা খাতুন মসজিদ:
___________________________
আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে অবস্থিত একটি মসজিদ । মসজিদটি বেলকুচি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মুকন্দগাঁথি মহল্লায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে সাড়ে ২০ বিঘা জমির উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ ।
উত্তর-আধুনিক ইসলামী রীতিতে সমাপ্ত এই মসজিদটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বৃহৎ মসজিদগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে, মুকুন্দগাতী গ্রামের মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল-আমান এবং মা বাহেলা খাতুনের নামে বেলকুচিতে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি নিজের খরচে ৩০ কোটি টাকারও বেশি ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন । এটি নির্মাণে চার বছর সময় লেগেছে। গড়ে প্রতিদিন ৪৫ জন শ্রমিক কাজ করেছেন।
#mosque #architecture #architect #ব্লগ #ভিডিও #architecturephotography #মসজিদ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: