শব্দ বোমা নিক্ষেপ করেছেন এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী
Автор: anb Channel Banglatv
Загружено: 2025-10-31
Просмотров: 12
Описание:
বিএনপি কাবিন নামায় সই করেছে, ‘না’ বলার সুযোগ নেই
শব্দ বোমা নিক্ষেপ করেছেন এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী।
সংবাদ সূত্র :alokitobangladesh.com
বিবাহ রেজিষ্ট্রির সাথে তুলনা করে জুলাই সনদে বিএনপির স্বাক্ষর কে বিবাহ বন্ধন কাবিন নামার স্বাক্ষর সাথে তুলনা করে বলা হয়েছে --বিএনপি কাবিননামায় সই করেছে, ‘না’ বলার সুযোগ নেই
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগেই গণভোট হবে, অভ্যুত্থান পরর্বতী সময়ে নানা জটিলতায় অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দল গুলো দির্ঘ সময়ে নিজেরা সমঝোতায় আসতে পারেনি। এখন চলছে ভয়েজ বুলেট নিক্ষেপ।
বিএনপি সহ কয়েকটি সমমাননা দল নির্বাচনের দিনই হবে গনভোট এ নিয়ে রাজনৈতিক দলগুলো বর্তমানে দুই ভাগে বিভক্ত। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও কয়েকটি দল নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানাচ্ছে। অন্যদিকে বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো চায়, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হোক।
এ ইস্যুতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে নানা প্রচারণা শুরু করেছেন। এর মধ্যেই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জাতীয় ঐক্যমত কমিশনের জুলাই সনদে (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, বিএনপি অনলাইনে ‘না’ শব্দ জারি করেছে। বিএনপির ‘না’ বলার কোনো ওয়ে নেই। তারা অলরেডি ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। তারা বিবাহে রাজিও হয়েছেন, কাবিননামায় সইও করেছেন। এখন তাদের না বলার কোনো অপশন নেই। বিএনপির ভেবেচিন্তে জুলাই সনদে সই করা উচিত ছিল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যত পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের ‘মুখে এক অন্তরে আরেক’ মন্তব্য করে দলটির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপার হাউজের যে পিআর সেটা লোয়ার হাউজে নিয়ে এসে আপনারা পুরো জিনিসটাকে নষ্ট করে দিলেন। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে আরেকটা—এই ধরনের যে আচার-ব্যবহার রয়েছে সেটা স্পষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, গণভোট প্রশ্নে জামায়াত পরবর্তীতে হয়তো বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যাবে, হয়তো বলবে—ঠিক আছে, ইলেকশনের দিনেই গণভোট হোক।
এনসিপির এই নেতা বলেন, সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে, বল এখন ড. ইউনূসের কোর্টে। ড. ইউনূস যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে এলে একটু পিছলায়া যায়, কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা।
কিন্তু এই পিছলা জায়গায় বেশি তেল মর্দন করেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল—এমন মন্তব্য করে তিনি বলেন, উনি পলিটিশিয়ানদের শুধু পিছলা খাওয়াতে এই যে ড্রাফটা (জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা) দিয়েছেন সেটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে। কারণ, আসিফ নজরুলের ওপর আমাদের সেই আস্থাটা নেই।
তিনি বলেন, এই ড্রাফট সুপারিশনামা যখন উনি (আসিফ নজরুল) উন্মোচিত না করে করবেন, উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন। সেজন্য আমরা বলছি, আপনাকে আগে এটা পাবলিশ করতে হবে।
পাবলিশ (প্রকাশ) করলে যদি দেখি সুপারিশনামা ঠিক আছে তাহলে এনসিপি সাইন করবে বলেও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: