ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার : কে এই অরবিন্দ শ্রীনিবাস?
Автор: Bohemian Videos
Загружено: 2025-10-10
Просмотров: 213
Описание:
দেড়শ কোটি মানুষের দেশ ভারতে এখন ৩৫০+ বিলিয়নিয়ার।
কিন্তু সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারের নাম — অরবিন্দ শ্রীনিবাস!
মাত্র ৩১ বছর বয়সেই তিনি এমন এক কোম্পানি গড়েছেন,
যে কোম্পানি আজ গুগল ও ওপেনএআই-এর মতো জায়ান্টদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে!
তিনি প্রতিষ্ঠা করেছেন Perplexity AI,
একটি আধুনিক AI ভিত্তিক সার্চ চ্যাটবট,
যেটি প্রশ্ন বুঝে নির্ভরযোগ্য সোর্স থেকে উত্তর এনে,
সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীর সামনে।
এই ভিডিওতে জানবেন —
✅ অরবিন্দ শ্রীনিবাসের জীবনের শুরু কোথায়?
✅ কীভাবে IIT থেকে শুরু করে গুগল ও ওপেনএআই-তে কাজ করেছেন তিনি
✅ কেন তাঁর তৈরি কোম্পানি পারপ্লেক্সিটি এআই এখন বিশ্বের নজরে
✅ কীভাবে তিনি মাত্র কয়েক বছরের মধ্যে বিলিয়নিয়ার হয়ে উঠলেন
অরবিন্দ শুধু ধনী নন — তিনি এক অনুপ্রেরণা।
তিনি প্রমাণ করেছেন, জ্ঞান, পরিশ্রম আর দৃষ্টিভঙ্গিই সাফল্যের আসল সূত্র।
🎓 শিক্ষা: IIT Madras, PhD in Computer Science (UC Berkeley)
🏢 কোম্পানি: Perplexity AI (CEO & Co-founder)
💵 বিনিয়োগ: Jeff Bezos, NVIDIA CEO Jensen Huangসহ শীর্ষ বিনিয়োগকারীদের সহায়তা
এটাই নতুন প্রজন্মের ভারত — যেখানে আইডিয়া-ই সবচেয়ে বড় সম্পদ!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: