রিয়াদুস সালেহীন (তাওহীদ পাবলিকেশন্স) ১২ নম্বর হাদিস । অধ্যায়ঃ বিবিধ
Автор: আল-কোরআন ও হাদিস
Загружено: 2025-08-29
Просмотров: 226
Описание:
রিয়াদুস সালেহীন (তাওহীদ পাবলিকেশন্স) ১২ নম্বর হাদিস । অধ্যায়ঃ বিবিধ
পরিচ্ছেদঃ ১: ইখলাস প্রসঙ্গে - প্রকাশ্য ও গোপনীয় আমল (কর্ম) কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরী
১২। আবূল আব্বাস আব্দুল্লাহ ইবনু আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু ’আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে, ’’নিশ্চয় আল্লাহ পুণ্যসমূহ ও পাপসমূহ লিখে দিয়েছেন। অতঃপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন। যে ব্যক্তি কোনো নেকী করার সংকল্প করে; কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত করতে পারে না, আল্লাহ তাবারাকা অতা’আলা তার জন্য (কেবল নিয়ত করার বিনিময়ে) একটি পূর্ণ নেকী লিখে দেন।
আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে, তাহলে আল্লাহ তার বিনিময়ে দশ থেকে সাতশ গুণ, বরং তার চেয়েও অনেক গুণ নেকী লিখে দেন। পক্ষান্তরে যদি সে একটি পাপ করার সংকল্প করে; কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে, তাহলে আল্লাহ তা’আলা তাঁর নিকট একটি পূর্ণ নেকী হিসাবে লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর ঐ পাপ কাজ করে ফেলে, তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিপিবদ্ধ করেন।’’
সহীহুল বুখারী ৬৪৯১, মুসলিম ১৩১, আহমাদ ২০০২, ২৫১৫, ২৮২৩, ৩৩৯২।
হাদিসের মানঃ সহিহ।
#রিয়াদুস_সালেহীন #হাদিস_বাংলা #সহিহ_হাদিস #নিয়তের_গুরুত্ব #আমল_ও_নিয়ত #ইসলামিক_ভিডিও #পাপ_পুণ্য #RiyadusSaliheen #HadithBangla #SahihHadith
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: