তুলসীর মালা পড়ে এই ভুল করলে নরকে যেতে হবে, প্রদীপ পালের নতুন তত্ত্বকথা [Pradip Pal Kirtan][Kitten]
Автор: World Famous Kirtan
Загружено: 2025-11-24
Просмотров: 1240
Описание:
তুলসীর মালা পড়ে এই ভুল করলে নরকে যেতে হবে, প্রদীপ পালের নতুন তত্ত্বকথা [Pradip Pal Kirtan][প্রদীপ পালের তুলসী তত্ত্ব][তুলসী গাছে জল সেবার নিয়ম][pradip pal new kirtan gaan][prodip pal tattwakatha][pradip pal tulsi tattwa katha][tulsi mala porar niyampradip pal][প্রদীপ পালের বেস্ট লীলা কীর্তন][Pradip Pal Kirtan 2025][World Femous Kirtan]
তুলসী মালা বলতে সাধারণত তুলসী কাঠ বা তুলসী কাণ্ড দিয়ে তৈরি মালা বোঝায়, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। বিষ্ণু-ভক্ত, কৃষ্ণভক্ত, বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারীরা বিশেষভাবে এটি ধারণ করেন।
⭐ তুলসী মালার ব্যবহার ও গুরুত্ব
১. ঈশ্বর ভক্তির প্রতীক
তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী বা অত্যন্ত প্রিয় সঙ্গিনী হিসেবে মানা হয়। তাই তুলসী মালা পরলে ভক্তি ও সুরক্ষা লাভ হয় বলে বিশ্বাস।
২. শরীর ও মনকে পবিত্র রাখে
আয়ুর্বেদ মতে, তুলসীর স্পর্শ শরীরের শক্তিক্ষেত্রকে শান্ত ও সুস্থ রাখে।
৩. জপমালা হিসেবে ব্যবহার
হরে কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, রাম নামের জপে তুলসী মালা খুব শুভ বলে ধরা হয়।
৪. নেতিবাচক শক্তি দূর করে
বিশ্বাস করা হয় যে তুলসী মালা পরলে অশুভ শক্তি, নজর, ভয় দূরে থাকে।
⭐ কোন হাতে/কিভাবে পরতে হয়?
সাধারণত গলায় পরা হয়।
ডান হাতে তুলসীর জপমালা ব্যবহার করা শ্রেয়।
মালা পরার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ভক্তিভাবে ধারণ করা উচিত।
⭐ তুলসী মালা কাদের জন্য?
হরে কৃষ্ণ ভক্ত
বৈষ্ণব সম্প্রদায়
যারা নিয়মিত জপ/ধ্যান করেন
যারা ভগবান বিষ্ণু, রাম, কৃষ্ণ, নারায়ণের উপাসক
⭐ তুলসী মালা পরার নিয়ম
মাংস-মদ-পেঁয়াজ-রসুন পরিহার করলে সর্বোত্তম, তবে বাধ্যতামূলক নয়।
মালা ভাঙলে বা মলিন হলে নতুন মালা নিতে হয়।
মালা অন্যকে দেওয়া ঠিক নয়; নিজের ব্যবহারের মালা নিজেরই রাখতে হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: