অবশেষে পারমাণবিক যুদ্ধ শুরু? রাশিয়ার সর্বশেষ যুদ্ধের খবর | Russia Vs Ukraine War Update....
Автор: B.P.S Entertainments
Загружено: 2022-05-05
Просмотров: 45
Описание:
অবশেষে পারমাণবিক যুদ্ধ শুরু | রাশিয়ার যুদ্ধের খবর | Russia Vs Ukraine War Update
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণা ৯ মে!
ইউক্রেনে যুদ্ধ নয়, চলছে ‘বিশেষ সামরিক অভিযান’। বারবার এ দাবিই করে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এমন যুদ্ধংদেহী মনোভাবের জন্য যারপরনাই উদ্বিগ্ন ইউরোপ। তারা আশঙ্কা করছে, যে কোনো মুহূর্তে তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন। ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার জন্য ৯ মে দিনটিকে বেছে নিতে পারেন পুতিন।
বিশ্লেষকরা মনে করছেন, এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ৭০ দিন পার হয়েছে। তাই আগামী ৯ মে পুতিন যদি যুদ্ধ ঘোষণা করেন, তাহলে পূর্ণ শক্তি নিয়েই দেশটি দখলে নিতে পারেন। খবর আনন্দবাজার পত্রিকার।
কিন্তু কেন ৯ মে? এ বিষয়ে যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, এ দিন রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। এ দিনকে দেশটি ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে। তাই পুরো বিশ্বের সামনে নিজেদের শক্তি দেখাতে এ দিনকেই বেছে নিয়েছে তারা।
১৯৪৫ সালের ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীকে পরাজিত করে সোভিয়েত বাহিনী। এ কারণেই এই দিনকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে মস্কো।
৯ মে যুদ্ধ ঘোষণার পেছনে আরও কারণ রয়েছে। এ বিষয়ে রাশিয়া-ইউরেশিয়া বিভাগের কর্মকর্তা জেমস নিক্সি জানান, দেশের মানুষের কাছে পুতিনের ভাবমূর্তি ধরে রাখার জন্য আর দিনটিকে বেছে নেয়া হয়েছে।
কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ যুদ্ধ ঘোষণা করলেও সমস্যা হতে পারে সেটি খুব ভালোভাবেই জানেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির একাংশ চাইছেন ইউক্রনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হোক। কিন্তু বড় একটি অংশ তার ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফলে দেশের অভ্যন্তরে যেন নতুন সমস্যা থেকে বাঁচতে তিনি সাবধানে পা বাড়াবেন।
বন্ধুরা ভিডিও টি সম্পর্কে আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।সবাইকে অনেক অনেক ধন্যবাদ
russia ukraine,russia ukraine news,ukraine russia,russia ukraine war,সর্বশেষ খবর,russia vs ukraine,ukraine russia conflict,russia ukraine conflict,news update,ukraine,update bd news,ukraine russia news,russian ukraine war live updates,russia ukraine crisis,russia ukraine border,update bangla news,today's update news,russia ukraine conflict live updates,russia ukraine crisis news,ukraine russia war,russia ukraine tensions,ukraine and russia
পারমাণবিক যুদ্ধ,পারমাণবিক বোমা,ভারত-চীন পারমাণবিক যুদ্ধ,পারমাণবিক যুদ্ধ লেগেই গেলো,পারমাণবিক যুদ্ধ কি শুরু হবে,ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ,রাশিয়া ইউক্রেন যুদ্ধ,তৃতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক যুদ্ধ,যেকোনো সময় লেগে যেতে পারে পারমাণবিক যুদ্ধ,বিশ্বের একটা শক্তি চাই পারমাণবিক যুদ্ধ হোক,পারমাণবিক যুদ্ধ হলেও সুরক্ষিত থাকবে যে দেশ,পারমাণবিক যুদ্ধ এড়াতে ৫ শক্তিধর দেশের বিবৃতি,পারমাণবিক যুদ্ধ হলে যে দেশের মানুষের কিছু হবে না,পারমানবিক যুদ্ধের শেষ পরিণতি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: